প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসবাদের মদতদাতা দেশ পাকিস্তান , এর প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্র সংঘে বক্তৃতা দেবার পরই কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষ হয়েছে। বহু দিন শোনা গেছে , পাকিস্তানের অন্দরেই বিরোধীরা ইমরান খানের বিরুদ্ধে নানা কারণে কড়া অবস্থান ও বিরোধিতা করছেন। এবার পাকিস্তানের অন্দরে বেলুচিস্তানে ইমরান খানকে চরম অপমান করা হলো। ইমরান খানের কুষ পুতুল বানিয়ে পোড়ানো হলো আর সঙ্গে চললো তীব্র গালাগালি। পাকিস্তানের যে অনেক মানুষ যে ইমরান খানকে নিয়ে চরম অতিষ্ঠ এই ভিডিও তার প্রমাণ।
VIDEO: বালুচিস্টানে অশ্রাব্য গালাগালির সাথে পোড়ানো হলো ইমরান খানের কুশ পুতুল!

Updated : Sunday, September 29, 2019 7:19 PM













Kim Kardashian’s Sheer Lace Dress by the Sea Breaks the Internet — See the Viral Photos