নিত্যদিন আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলেছে। মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়। যত দিন যাচ্ছে ততই মানুষ যেন আরো বেশি এই ডিজিটাল দুনিয়ার ওপরে নির্ভর হয়ে পড়ছে।
নিত্যদিন আমরা কিছু না কিছু নতুন ঘটনার সাক্ষী ঘরে বসেই।এই সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ঘটনার সাথে সাথে আমরা সাধারন মানুষের এমন অনেকই সুপ্ত প্রতিভার সন্ধান পাচ্ছি যা তার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করে।এখনকার বাস্তব জীবনে যে ব্যস্ততা এবং নিজেকে শীর্ষে পৌঁছানোর জন্যে যে প্রতিযোগিতা তার জন্য নিয়ত লড়াই করে চলেছি আমরা সকলেই, এই ব্যস্ততা থেকেই নিজের মনকে কিছুটা মুক্ত করার জন্য আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হই। বিভিন্ন ঘটনার সাথে সাথে নানা রকম মানুষের নানারকম প্রতিভা নাচ-গান আঁকা ইত্যাদি সব রকমের প্রতিভার ই ঝালক আমরা দেখতে পাই।
এই লকডাউন এ সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের ঝোঁক আরো বেশি করে বেড়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নিজদের সময় কাটিয়েছেন এই সোশ্যাল মিডিয়াতেই। ভাইরাল হয়ছে প্রচুর ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এক ভিডিও যেখানে দেখা যায় এক যুবতী বলিউড হিন্দি গানে ক্যামেরার সামনে তুমুল নাচছে কিন্তু পরনে রয়েছে শুধু একটি মাত্র টাওয়েল। তাও সেই টাওয়েল হাতে চেপে ধরে রেখেছে যুবতী। যদি সেই টাওয়েল একবার খুলে যায় তাহলে ক্যামেরার সামনে যুবতী বস্ত্রহীন হয়ে যাবে। আর নাচতে নাচতে ভিডিওটিতে যুবতী ঠিক এই কাজটি করে। একদম শেষে গিয়ে ক্যামেরার সামনে সে টাওয়েলটিকে উন্মুক্ত করে।
— Bengal News Media (@media_bengal) February 9, 2021
একি ক্যামেরার সামনে নাচতে নাচতে উন্মুক্ত টাওয়েল!! সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট। ভিডিও সেই যুবতী যখন টাওয়েল টি উন্মুক্ত করে তখন দেখা যায় ভেতরে তিনি বিভিন্ন বস্ত্রে সজ্জিত রয়ছে। অর্থাৎ টাওয়েলের নিচে পড়াছিল তার জামাকাপড়। যুবতী দর্শকদের মনে এক কৌতূহলে উন্মাদনা সৃষ্টি করার জন্যই এরকম কান্ড ঘটায়। টাওয়েল এর নীচে জামাকাপড় পরা থাকলেও আপাতদৃষ্টিতে মনে হবে তাহলে হাত থেকে ফসকে গেলে সে বস্ত্রহীন হবে ক্যামেরার সামনে। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে ওঠে তার এই নাচের ভিডিও।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference