Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian Railway: ১ এপ্রিল থেকে বড় পরিবর্তন আনছে রেল, ট্রেনে ওঠার আগে অবশ্যই জেনে নিন

Updated :  Saturday, March 30, 2024 8:32 PM

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আগামী মাসের ১ তারিখ থেকে পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। অনলাইন পেমেন্টকে উৎসাহিত করার জন্য রেলওয়ে QR কোড স্ক্যানার চালু করেছে।

এই নতুন ব্যবস্থায়, যাত্রীরা রেল স্টেশনের টিকিট কাউন্টারে উপস্থিত QR কোড স্ক্যান করে সাধারণ টিকিট কিনতে পারবেন। Paytm, Google Pay এবং Phone Pay-এর মতো প্রধান UPI মোড ব্যবহার করে অর্থপ্রদান করা যাবে। শুধু টিকিটই নয়, রেলওয়ে খাবার, জরিমানা এবং পার্কিং সব জায়গায় QR কোড স্ক্যানারের সুবিধা চালু করছে। বিনা টিকিট ভ্রমণকারীরা রেলওয়ের কর্মীদের কাছে QR কোড স্ক্যান করে জরিমানা দিতে পারবেন।

এই পদক্ষেপের ফলে যাত্রীদের সুবিধা বৃদ্ধি পাবে। টিকিট ছাড়া ধরা পড়া যাত্রীরা জরিমানা দিয়ে জেলে যাওয়া এড়াতে পারবেন। রেলওয়ের চেকিং কর্মীদের হাতে হাতে টার্মিনাল মেশিন দেওয়া হয়েছে যাতে তারা যেকোনো যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করতে পারে। QR কোড স্ক্যান করে ডিজিটাল পেমেন্ট রেল ব্যবস্থায় স্বচ্ছতা আনবে এবং চাঁদাবাজি কমাতে সাহায্য করবে। আসন্ন সময়ে টিকিট কাউন্টার, পার্কিং এবং খাবার কাউন্টারগুলিতেও QR কোড ইনস্টল করা হবে। এই পদক্ষেপগুলি রেল যাত্রাকে আরও সুবিধাজনক এবং স্বচ্ছ করে তুলতে সাহায্য করবে।