Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবার সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে ৭০% ছাড়? কেন্দ্রের নতুন ঘোষণা ঘিরে উচ্ছ্বাস

Updated :  Sunday, June 15, 2025 3:57 PM
senior citizen train discount,

২০২৫ সালে প্রবীণ নাগরিকদের জন্য বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার থেকে ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষ ও ৫৮ বছর বা তার বেশি বয়সী মহিলারা ট্রেনের টিকিটে পাবেন ৭০% পর্যন্ত ছাড়। নতুন এই নিয়ম প্রযোজ্য হবে স্লিপার, এসি এবং চেয়ার কার—সব শ্রেণীর যাত্রীর ক্ষেত্রেই।

এই পদক্ষেপ শুধুমাত্র আর্থিক সাশ্রয় নয়, বরং অবসরের পর ঘর ছেড়ে ঘুরে দেখার আগ্রহকেও আরও এক ধাপ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় রেলের মতে, এটি দেশের বয়স্ক নাগরিকদের জন্য এক ইতিবাচক পরিবর্তন।

কী কী সুবিধা থাকছে নতুন এই প্রকল্পে?

আগে যেখানে পুরুষদের জন্য ছিল ৪০% এবং মহিলাদের জন্য ৫০% ছাড়, এখন তা বেড়ে ৭০%। ছাড় পাওয়ার জন্য যাত্রীদের অবশ্যই বয়স ও পরিচয়ের প্রমাণ দেখাতে হবে—যেমন আধার কার্ড, প্যান, ভোটার আইডি বা পাসপোর্ট

ছাড় মিলবে অনলাইন ও অফলাইন—দু’ভাবে টিকিট বুকিং-এ। যারা IRCTC ওয়েবসাইট ব্যবহার করেন, তারা সহজেই “senior citizen concession” অপশনটি বেছে নিয়ে আইডি আপলোড করে ছাড়ে টিকিট কাটতে পারবেন।

আরও সুবিধা বয়স্ক ভ্রমণকারীদের জন্য

এতেই শেষ নয়। ট্রেনে ভ্রমণের সময় বয়স্ক যাত্রীদের জন্য থাকছে অতিরিক্ত সুবিধা—

  • লোয়ার বার্থের অগ্রাধিকার

  • হুইলচেয়ার সহায়তা

  • পৃথক কিউ ও অপেক্ষা করার জায়গা

এসব মিলিয়ে প্রবীণদের ট্রেনযাত্রা হবে অনেকটাই আরামদায়ক ও চিন্তামুক্ত।

কোথায় প্রয়োগ হবে এই ছাড়?

এই ছাড় মিলবে সব ধরনের ট্রেনে—মেল, এক্সপ্রেস, সুপারফাস্ট ট্রেনেও। ফলে তীর্থযাত্রা, পারিবারিক সফর বা নিছক অবসর কাটাতে যাঁরা দেশের নানা প্রান্তে যেতে চান, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

ভারতীয় রেল মনে করছে, এই ছাড়ে দেশের ধর্মীয় স্থান, ঐতিহাসিক শহরপর্যটনকেন্দ্র-গুলিতে বয়স্ক ভ্রমণকারীদের ভিড় বাড়বে। পরোক্ষভাবে এটি স্থানীয় ব্যবসায়, গাইড, রেস্তোরাঁ এবং হোটেলগুলির ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে।

FAQ: আপনার প্রয়োজনীয় ৫টি প্রশ্ন ও উত্তর

১. কবে থেকে এই ৭০% ছাড় কার্যকর হবে?
২০২৫ সাল থেকে এই নতুন ছাড় কার্যকর হবে।

২. ছাড়ের জন্য কোন কোন নথি জমা দিতে হবে?
আধার, প্যান কার্ড, ভোটার আইডি বা পাসপোর্ট – যেকোনও একটি পরিচয়পত্র জমা দিতে হবে।

৩. অনলাইন বুকিং করলেও কি ছাড় পাওয়া যাবে?
হ্যাঁ, IRCTC ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন বুকিং করলেও এই ছাড় পাওয়া যাবে।

৪. বয়স কত হলে ছাড় পাওয়া যাবে?
পুরুষদের ক্ষেত্রে ৬০ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ৫৮ বছর হলেই এই সুবিধা মিলবে।

৫. শুধু সাধারণ ট্রেনেই কি এই ছাড় প্রযোজ্য?
না, এই ছাড় সব ট্রেনে – মেল, এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেনেও প্রযোজ্য।