Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian Railways: শনিবার থেকে সোমবার হাওড়া ডিভিশনে বাতিল অনেক লোকাল, যাত্রাপথ পরিবর্তন হচ্ছে দূরপাল্লার ট্রেনের

Updated :  Sunday, December 15, 2024 11:29 AM

পূর্ব রেলের জনাই রোড স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ হওয়ার কারণে শনিবার থেকে আগামী টানা তিন দিনের জন্য হাওড়া ডিভিশনে বন্ধ থাকছে বেশ কয়েকটি ট্রেন। শুধু তাই নয় বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। এই সমস্ত ট্রেনের মধ্যে বেশিরভাগ রয়েছে দূরপাল্লার ট্রেন। পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১৪ ডিসেম্বর শনিবার থেকে ১৬ ডিসেম্বর সোমবার পর্যন্ত হাওড়া ডিভিশনের জনাই রোড স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ হবার কারণে বন্ধ থাকবে ভারতীয় রেলের পরিষেবা। নন ইন্টারলকিং এর কাজ হবে এই কদিনের জন্য। ফলে ওই পথে ট্রেন পরিষেবায় সমস্যা হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ট্রেন কোন কোন দিন বাতিল থাকছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনি এবং রবিবার হাওড়া ডিভিশনের আপ কর্ড লাইনে তিন জোড়া হাওড়া-বর্ধমান, দু’জোড়া হাওড়া-মসাগ্রাম, দু’জোড়া হাওড়া-চন্দনপুর এবং একটি করে হাওড়া-গুড়াপ এবং হাওড়া-বারুইপাড়া লোকাল বাতিল থাকবে। এ ছাড়াও এক জোড়া শিয়ালদহ-বারুইপাড়া লোকালও বাতিল থাকছে শনি এবং রবিবার। ডাউন কর্ড লাইনেও একই লাইনে একই সংখ্যক লোকাল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। কর্ড লাইন ছাড়াও মেন লাইনেও বেশ কয়েকটি লোকাল বাতিল থাকবে। তালিকায় রয়েছে, আপ-ডাউন মিলিয়ে এক জোড়া হাওড়া-মেমারি, তিন জোড়া হাওড়া-ব্যান্ডেল এবং এক জোড়া হাওড়া শেওড়াফুলি লোকাল। সোমবার আপ এবং ডাউন কর্ড লাইনে তিন জোড়া লোকাল বাতিল থাকবে।

অন্য দিকে, শনিবার নৈহাটি লিঙ্ক কেবিন-ব্যান্ডেল-বর্ধমান দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট, কলকাতা-অমৃতসর, কলকাতা-আমদাবাদ, কলকাতা-পটনা গরিবরথ এবং কলকাতা-সীতামঢ়ী এক্সপ্রেস। রবিবার কলকাতা-বালুরঘাট এবং কলকাতা গাজিপুর এক্সপ্রেসও ওই একই পথে চলবে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে শিয়ালদহ-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং শিয়ালদহ-অজমের এক্সপ্রেসেরও। বর্ধমান-ব্যান্ডেল দিয়েও বেশ কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে জম্মু তাওয়াই-হাওড়া এক্সপ্রেস, দেহরাদূন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, আসানসোল-হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস, প্রয়াগরাজ রামবাগ-হাওড়া এক্সপ্রেস, কালকা-হাওড়া মেল, মুম্বই-হাওড়া মেল, ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস, জবলপুর-হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস এবং দেহরাদূন-হাওড়া উপাসনা এক্সপ্রেস।