একটানা তাপপ্রবাহ থেকে অস্বস্তির পর রবিবার থেকেই আবহাওয়া (Weather Update) বদলাতে চলেছে বিভিন্ন জেলায়। এদিন থেকেই তাপপ্রবাহের কবল থেকে মুক্ত হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
তবে এদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলার জন্য রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এমনকি বেলা গড়ালে লু বওয়ারও সম্ভাবনা রয়েছে। রবিবার গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন আট জেলায় প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে হাওয়া অফিসের তরফে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন কলকাতা সহ অন্যান্য জেলায় হাওয়ার গতিবেগ হতে পারে ৫০ কিমি পর্যন্ত। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলির থেকেও বেশি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৫০-৬০ কিমি পর্যন্ত।
বুধবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আজ সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা সহ অন্যান্য জেলায়। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রবিবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference