চলতি বছর ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে স্বল্পমেয়াদী একটি চুক্তি তিনি সই করতে পারেন নরেন্দ্র মোদীর সাথে। এই চুক্তির ফলে মার্কিন সংস্থাগুলি ভারতের বাজারে আরও বেশি প্রভাব বিস্তার করতে পারবে বলে মনে করা হচ্ছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়েও আলোচনা হতে পারে এ সফরে।
২০১৯ সালের সেপ্টেম্বরে আমেরিকার হিউস্টনে Howdy Modi নামক মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছিল মোদিকে স্বাগত জানিয়ে। এবার ভারত আমেরিকার প্রেসিডেন্টের আগমনে এই ধরনের উদ্যোগ নিতে পারে বলে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্প কে স্বাগত জানিয়ে Kem chho Mr president আয়োজিত হবে। আমেদাবাদে এই অনুষ্ঠানটি আয়োজিত হবার কথা রয়েছে।এই অনুষ্ঠানে যোগদান করতে পারেন গুজরাটি বংশোদ্ভূত আমেরিকানরা।
আরও পড়ুন : পুরভোটে এই হেভিওয়েট নেতাকে দলে সক্রিয় ভাবে ফেরাতে চায় গেরুয়া শিবির
ভারতে এই অনুষ্ঠান হলে তাতে প্রেসিডেন্টের লাভ হতে পারে নির্বাচনে। কারণ আমেরিকা ও ইউকেতে ভারতীয় বংশোদ্ভূতদের একটা বড় ভোট ব্যাঙ্ক আছে।














Kim Kardashian’s Sheer Lace Dress by the Sea Breaks the Internet — See the Viral Photos