Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘মুসলমানদের অনুদান হিসাবে জমির দরকার নেই’ : ওয়েইসির

Updated :  Saturday, November 9, 2019 4:52 PM

অরূপ মাহাত: ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছে সুপ্রিমকোর্ট। সেই রায়কে স্বাগত জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিশিষ্টজনরা। তবে এরই মাঝে সুন্নী ওয়াকফ বোর্ড রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবে বলে জানিয়েছে।

হায়দ্রাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদ উদ্দিন ওয়েইসি সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েও বলেন, ‘এই রায় সত্যের উপর প্রতিষ্ঠিত নয়, আস্থার উপর প্রতিষ্ঠিত।’ এরপরই তিনি জানান, ‘দানের ৫ একর দরকার নেই মুসলিমদের। চাইলে জনগণের কাছ থেকেই মসজিদ গড়ার সেই জমি জোগাড় করতে পারবে মুসলিমরা। মুসলিমদের এতটা খারাপ দিন আসেনি যে সরকারের দেওয়া দানের জমিতে মসজিদ গড়তে হবে।’

আরও পড়ুন : রাম ভক্তি হোক বা রহিম ভক্তি, রাষ্ট্রের চেতনাকে শক্তিশালী করা আমাদের পক্ষে জরুরি : মোদী

তবে এটা তাঁর নিজস্ব মত বলে উল্লেখ করে ল বোর্ডের সিদ্ধান্তের উপর নজর রয়েছে বলে জানান হায়দ্রাবাদের সাংসদ। অন্যদিকে, সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেসও। জাতীয় কংগ্রেসের মুখপাত্র রনদীপ সিং সুরজেওয়ালা আদালতের রায়কে স্বাগত জানিয়েও বলেন, ‘এই রায়ের ফলে বিজেপির পক্ষে রামমন্দির নিয়ে রাজনীতি করা আর সম্ভব হবে না।’ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জনগণের প্রতি আবেদন করেন কংগ্রেস নেতারা।