Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

New Business Idea: কয়েক মাসের ব্যবসায় ব্যাপক লাভ, ঘরে বসেই মহিলারা করতে পারবেন

Updated :  Saturday, March 23, 2024 1:36 PM

বসন্ত উৎসব আসন্ন, আর তার সাথে সাথে রঙের উৎসব দোল-এর প্রস্তুতিও তুঙ্গে। কিন্তু বাজারে পাওয়া রাসায়নিক আবীরের ক্ষতিকর প্রভাব নিয়ে দুশ্চিন্তা থেকেই যায়। এই উদ্বেগ দূর করতে এবার ভেষজ আবীর বাজারে নিয়ে এসেছে পূর্ব বর্ধমানের একটি এনজিও। মিলিত প্রয়াস নামের এই এনজিও ফুল ও সবজি ব্যবহার করে ভেষজ আবীর তৈরি করছে। পালং শাক থেকে সবুজ, গাজর থেকে কমলা, গাঁদা ফুল ও হলুদ দিয়ে হলুদ, জবা ফুল ও বিট দিয়ে গোলাপি, এবং অপরাজিতা বা নীলকন্ঠ ফুল দিয়ে নীল আবীর তৈরি করছে তারা।

সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত বলেন, “বাজারের আবীরে ক্ষতিকারক রাসায়নিক থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর। তাই আমরা জৈব উপাদান দিয়ে ভেষজ আবীর তৈরি করছি।” ভেষজ আবীর ত্বকের জন্য নিরাপদ এবং কোনো সংক্রমণের ঝুঁকি থাকে না। তাই অনেকেই এবার ভেষজ আবীর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।

পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে চাষীমানা এলাকায় ভেষজ আবীর তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলার চেষ্টা করা হচ্ছে। ভেষজ আবীর বাজারে নতুন আশার আলো দেখাচ্ছে। এটি ত্বকের জন্য নিরাপদ এবং পরিবেশের ক্ষতি করে না। ভেষজ আবীর তৈরির মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলার চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় ভেষজ আবীরের ব্যবহার বৃদ্ধি পাবে এবং দোল উৎসব আরও আনন্দময় ও পরিবেশবান্ধব হবে।