Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দীপাবলির আগে রেশন কার্ডধারীদের বড় উপহার মোদি সরকারের, মাত্র ৩৩৯ টাকায় পাবেন LPG সিলিন্ডার

Updated :  Friday, October 21, 2022 11:07 AM

কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার ও সংশ্লিষ্ট রাজ্য সরকার। তবে রেশন দিলেও দিনের পর দিন রান্নার গ্যাসের দাম রকেট গতিতে বৃদ্ধি পাচ্ছে। উৎসবের মরশুমে গ্যাসের দাম মেটাতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে আমজনতার। তবে দিওয়ালির সময় থেকে আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে এবার আপনিও অত্যন্ত কম মূল্যে পেয়ে যাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। আসলে সিলিন্ডারের ওপর ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

দীপাবলির আগে বড় সুখবর যাদের কাছে রেশন কার্ড আছে। এবার থেকে রেশন কার্ড থাকলেই আপনি রেশন দোকান থেকে পেয়ে যাবেন রান্নার গ্যাস। তাও আবার ভর্তুকিযুক্ত মূল্যে। আপনি শুনলে অবাক হবেন যে গ্যাস কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র ৩৩৯ টাকা। তবে এটি সাধারণ রান্নার গ্যাস নয়। এটি হল ৫ কেজি ওজনের সিলিন্ডার। সাধারণত এগুলি ৫২৬ টাকা মূল্যে বিক্রি হয়। কিন্তু সরকার ভর্তুকি দেওয়ার ফলে আপনি ওই ৫ কেজির গ্যাস সিলিন্ডার মাত্র ৩৩৯ টাকা বা তার কম মূল্যেও পেয়ে যেতে পারেন।

সরকার প্রত্যেক রেশন দোকানে ২০ টি ভর্তি গ্যাস সিলিন্ডার রাখার অনুমতি দিয়েছে। এর ফলে ছোট ব্যবসায়ীদের গ্যাস সিলিন্ডারের জন্য শহরে বা দূরে যেতে হবে না। এর ফলে তাদের যাতায়াতের খরচ, ঝামেলা বা সময় নষ্ট করতে হবে না। এছাড়াও একটি করে জনসুবিধা কেন্দ্র খোলারও অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।