Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Skin Care Tips: এই সবুজ পাতা দিয়ে তৈরি করুন আয়ুর্বেদিক ফেসপ্যাক, মুখে আসবে পালক তিওয়ারির মতো আভা

Updated :  Monday, December 26, 2022 9:35 AM

বর্তমানে সকলেই নিজেদের ত্বক নিয়ে ভালোই সচেতন। ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেই নানাভাবে নিজেদের ত্বকের যত্ন নিয়ে থাকেন। তবে বর্তমানের কর্মব্যস্ত জীবনে সবসময় নিয়ম করে ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। আর সেই কারণবশতই বিভিন্ন সময়ে ত্বকের নানা সমস্যা দেখা দিতে থাকে। তবে সমস্যা থেকে মুক্তি পেলও অনেকক্ষেত্রে ত্বকে ব্রণর দাগ থেকে যায়।

ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের ত্বকের ধরন আলাদা হয়। কারোর অয়েলি আবার কারোর শুষ্ক ত্বক। অনেকসময় অয়েলি ত্বকে ব্রণর পরিমাণ বেশি হয়। ধীরে ধীরে তা কমে গেলেও সেই দাগ থেকে যায় দীর্ঘসময়। তবে এক্ষেত্রে ত্বকের যত্ন নিতে যদি তুলসী পাতা ব্যাবহার করা হয় তাহলে ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

১) তুলসী পাতার গুঁড়ো ও কমলালেবুর খোসার গুঁড়ো একটি পাত্রে পরিমাণমতো নিয়ে তাতে পরিমাণমতো দুধ ও মধু মিশিয়ে নিতে হবে। এরপর সেই প্রলেপ মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে। ২০ মিনিট হয়ে গেলে জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে।

২) তুলসী পাতা আর নিম পাতার সাথে ২-৩ টি লবঙ্গের কুঁড়ি গুঁড়ো করে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর সেটি মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। পরে পরিষ্কার জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে।

৩) ৩ চা চামচ তুলসী পাতার গুঁড়োর সাথে ১ টেবিল চামচ দই মিশিয়ে ভালো করে প্রলেপ বানিয়ে নিতে হবে। এরপর সেই প্রলেপ মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখার পর জল দিয়ে ভালো করে মুখ দিয়ে নিতে হবে।

যদি সপ্তাহে ২-৩ দিন এই তিন ধরনের প্রলেপের মধ্যে যেকোনো একটি প্রলেপ মুখে লাগান যায় তাহলে, ব্রণর দাগ কিংবা ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এই ঘরোয়া টোটকা যদি মাসখানেক মেনে চলা যায় তাহলেই চোখে পড়বে পরিবর্তন।