Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

SBI: নতুন পরিষেবা শুরু করল এসবিআই, এবার থেকে আর প্রয়োজন হবে না পাসবুকের, সব কাজ হবে আধার কার্ডে

Updated :  Sunday, August 27, 2023 7:19 PM

দেশের সবথেকে বড় ব্যাংক এসবিআই তাদের গ্রাহকদের জন্য একটি নতুন সুবিধা চালু করেছে। এর আওতায় গ্রাহকরা অনেক কাজ শুধুমাত্র আধার কার্ড দিয়েই করে নিতে পারবেন তারা। সরকারের অনেক সামাজিক সুরক্ষা প্রকল্পে আপনি এই আধার কার্ডের নম্বর নিবন্ধন করতে পারবেন। এখন পাস বই এবং অন্যান্য কাগজপত্র আর আপনাকে বহন করতে হবে না। শুধুমাত্র একটা আধার কার্ড দিয়েই আপনি এই সমস্ত কাজ করে ফেলতে পারবেন। ২৫ আগস্ট একটি সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

এসবিআই এর কাস্টমার কেয়ার সেন্টারে যাওয়া গ্রাহকদের এবারে সামাজিক নিরাপত্তা প্রকল্পে নিবন্ধনের জন্য আধার কার্ডের প্রয়োজন হতে চলেছে বলে জানা যাচ্ছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরো দ্রুত করে তুলবে এই ব্যবস্থাটি। এটি এই কাজটিকে আগের থেকে আরো সুবিধাজনক করে তুলবে বলে জানা যাচ্ছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলি হলো এক ধরনের কিয়স্ক যেগুলি এসবিআই গ্রাহকদের লেনদেন পরিচালনা করার জন্য ব্যবহার করে থাকে।

স্টেট ব্যাংকের এই নতুন উদ্যোগের অধীনে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং অটল পেনশন যোজনার জন্য কাজ করবে আধার কার্ড। এই বিষয়ে এসবিআই চেয়ারম্যান দিনেশ খারা বলেছেন, স্টেট ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো আর্থিক নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে যে কোন বাধা দূর করা। সামাজিক সুরক্ষা প্রকল্পের কভারেজকে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করবে বলেও আশা করা হচ্ছে। এই প্রকল্পের সুবিধাগুলি যাদের সব থেকে বেশি প্রয়োজন শুধুমাত্র তাদের কাছেই পৌঁছানো হবে। কাগজের কাজ কমিয়ে দিয়ে গ্রাহকদের সুবিধা প্রদান করবে এই নতুন সুবিধা।