Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian Railway: এই লোকেরা ট্রেনের টিকিটে 75 শতাংশ ভর্তুকি পাবেন, রেলমন্ত্রী ঘোষণা করলেন

Updated :  Wednesday, March 13, 2024 3:45 PM

গোটা বিশ্বের মধ্যে ভারতের রেল নেটওয়ার্ক চতুর্থ বৃহত্তম। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সবচেয়ে সাধ্যের মধ্যে খরচ করে যেই মাধ্যমে যাওয়া যায় তা হল রেল। এই ভারতীয় রেলওয়ের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে রেলমন্ত্রক। এই ভারতীয় রেলওয়ে সাধারণ মানুষের পাশাপশি অনেক স্পেশাল কেসে নতুন নতুন সুবিধা আনে। আর এই সুবিধা দেওয়ার জন্য অনেক নতুন নিয়ম নিয়ে আসে ভারতীয় রেলওয়ে। যেমন বর্তমানে ট্রেনের টিকিটে ভারী ডিসকাউন্ট দিচ্ছে রেল।

প্রথমত প্রতিবন্ধীদের দ্বিতীয় স্লিপার, ফার্স্ট ক্লাস, থার্ড এসি ও এসি চেয়ার কারে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে, যেখানে ফার্স্ট এসি ও সেকেন্ড এসি-তে তা কমিয়ে ৫০ শতাংশ করা হয়েছে। আর রাজধানী এবং শতাব্দী ট্রেনে, থার্ড এসি এবং এসি চেয়ার কারে মাত্র ২৫ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এর পাশাপশি UPSC প্রধান পরীক্ষার্থীরা দ্বিতীয় শ্রেণীর টিকিটে ৫০ শতাংশ ছাড় পাবেন। গবেষণা ভ্রমণের জন্য, ৩৫ বছরের কম বয়সী গবেষকদের দ্বিতীয় এবং স্লিপার ক্লাসে ৫০% ছাড় দেওয়া হয়। মেরিন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দ্বিতীয় ও স্লিপার ক্লাসের টিকিটে ৫০ শতাংশ ছাড় পাবেন।

ভারতীয় রেলওয়ে পুরস্কার বিজয়ী, বেকার যুবক, ছাত্র, সেনা কর্মী, প্রতিবন্ধী, এসকর্ট, ট্যুরিস্ট গাইড, রোগী, মহিলা, ডাক্তার ইত্যাদি সহ বিভিন্ন শ্রেণীর যাত্রীদের জন্য ভ্রমণ ছাড় দেবে। এছাড়াও রোগীদের জন্য অন্যান্য ছাড়ও দেওয়া হয়। ক্যান্সার, এইডস, সংক্রামক কুষ্ঠ, হার্টের সমস্যা, থ্যালাসেমিয়া মেজর, হিমোফিলিয়া, টিবি/লুপাস ভালগারিস, অস্টোমি ইত্যাদি থাকলে সেই রোগী ও তার সাথে থাকা এক এসকর্ট ব্যক্তি ট্রেনের টিকিটে ডিসকাউন্ট পাবেন। রোগীদের সেকেন্ড স্লিপার, ফার্স্ট ক্লাস, থার্ড এসি এবং এসি চেয়ার কার টিকিটে ৭৫ শতাংশ ছাড় এবং ফার্স্ট ও সেকেন্ড এসি টিকিটে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।