Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Train Ticket: বাড়িতে বসেই কাটা যাবে অসংরক্ষিত এবং প্ল্যাটফর্ম টিকিট, যাত্রীদের জন্য নয়া নিয়ম রেলের

Updated :  Saturday, May 11, 2024 10:11 PM

ভারতীয় রেলের (Indian Railways) যাত্রীদের জন্য প্রায়ই কোনো না কোনো উদ্যোগ নেওয়া হয়ে থাকে। ট্রেনে সফর করার সময়ে টিকিট বুক (Ticket Booking) করা নিয়ে চিন্তা কমবেশি সকলেরই থাকে। শুধু সংরক্ষিত আসনের টিকিটই নয়, অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিটও কাটতে হয় প্রয়োজনে। এবার রেলের নয়া উদ্যোগে দেশের যেকোনো প্রান্ত থেকেই কাটা যেতে পারে অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট। কীভাবে সম্ভব তা, জেনে নিন এই প্রতিবেদনে।

রেলের আনরিজার্ভড টিকিট বুকিং সিস্টেম’ বা ইউটিএস অ্যাপের মাধ্যমে কাটা যাবে অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট। এই অ্যাপ থেকে জিও ফেন্সিং এর বিধি নিষেধ তুলে দেওয়া হয়েছে সম্প্রতি। কী এই জিও ফেন্সিং? আগে নিয়ম ছিল যে, এই অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট কাটতে হলে ব্যবহারকারীকে প্ল্যাটফর্মের ৫০ কিমি পরিধির মধ্যে থাকতে হবে। এই জিও ফেন্সিং এর বাধা এবার তুলে দেওয়া হয়েছে। তাই এবার দেশের যে কোনো প্রান্তে বসেই এই অ্যাপের মাধ্যমে কাটা যাবে টিকিট।

ভারতীয় রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সৌরভ কাটারিয়া বলেন, এই নতুন নিয়মের ফলে যাত্রীদের অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট কাটা নিয়ে আর চিন্তা করতে হবে না। যেকোনো জায়গা থেকে, এমনকি বাড়িতে বসেও টিকিট কাটতে পারবেন যাত্রীরা। রাতারাতি ট্রেন সফর করার হলে এবার যাত্রীদের বড় সুবিধা হতে চলেছে।

স্মার্টফোন থেকেই রেলের ইউটিএস অ্যাপটি ব্যবহার করা যায়। এই অ্যাপের মাধ্যমে অনেকদিন ধরেই টিকিট কাটার সুবিধা পেয়ে আসছেন যাত্রীরা। এবার এই অ্যাপ দিয়ে অসংরক্ষিত এবং প্ল্যাটফর্ম টিকিটও কাটতে যাত্রীরা। আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না তাদের, বাড়িতে বসেও কাটা যাবে টিকিট। ডিজিটালাইজেশনকে গুরুত্ব দিতেই এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল।