Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাঝরাতে ঝাঁসির একটি পার্কে ব্যায়াম করছে ভূত, দেখে নিন সেই ভয়ঙ্কর ভিডিও

Updated :  Saturday, June 13, 2020 11:11 PM

শ্রেয়া চ্যাটার্জি – ভূতের গল্প শুনলে আপনার কি আত্মারাম খাঁচা হয়ে যায়! ছোটবেলায় যখন ভূতের গল্প শুনতেন তখন ভয়ে কি একেবারে জড়ো সড়ো হয়ে বসে থাকতেন। তবে তো ভয় এখনো পাবেন। ঝাঁসির একটি পার্কে ব্যায়াম করছে এক ভূত। রাত বেশ অনেকটাই হয়েছে একটি ব্যায়াম মেশিন আপনা আপনি নিজেই হঠাৎ করে চলতে শুরু করেছে, তাতে কোনো মানুষ নেই।

তবে ধরে নেওয়া যেতেই পারে কোন ভূত, যে নিজের শরীর সম্বন্ধে ভীষণ সচেতন সে হঠাৎ করেই মাঝরাতে ব্যায়াম করতে শুরু করেছে। অদ্ভুত ভুতুড়ে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছে। প্রায় কুড়ি সেকেন্ড ধরে ঘটনাটি চলতে থাকে। আশেপাশে কোন লোক নেই, অথচ ব্যায়াম মেশিন এমনি চলছে। তবে ভয় পাওয়ার কিছু নেই ঝাঁসি পুলিশ সবাইকে নিশ্চিন্ত করে বলেছেন, এখানে ভূতের কোনো গল্পই নেই।

কেউ বদমাইশি করে ঘটনাটি ঘটিয়েছে। আর মেশিনগুলো কে সচল রাখার জন্য এত পরিমাণ গ্রিজ লাগানো হয়েছে যে, একবার না একবার এটি চালিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী থাকছে। কেউ বদমাইশি করেই এই মেশিনটি চালিয়ে দিয়ে গেছে। তবে পুলিশ তদন্ত করছে, যারা এমন কাজটি করেছে তাদেরকে গ্রেফতার হবে বলে জানানো হয়েছে।