যদি আপনি কোন একটি নতুন বাইক কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। যদি আপনার নতুন বাইক কেনার বাজেট খুব একটা বেশি না হয় তাহলে আমরা আপনাকে একটি দারুন হিরো স্প্লেন্ডার বাইকের ব্যাপারে জানাতে যা আপনি পেয়ে যাবেন মাত্র ১৮ হাজার টাকা মূল্যে। এই বাইকটি এখনো পর্যন্ত মাত্র চার মাস চলেছে এবং মাত্র ১৮ হাজার টাকায় আপনি এই বাইকটি পেয়ে যাচ্ছেন খুবই সহজে। এর জন্য আপনাকে শুধুমাত্র অনলাইন পোর্টালে গিয়ে এর ব্যাপারে সমস্ত খোঁজখবর নিয়ে নিতে হবে।
আপনাদের জানিয়ে রাখি হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটির প্রাথমিক দাম শুরু হয় ৬৮ হাজার ৫৭০ টাকা থেকে। এটি এই বাইকের এক্স শোরুম প্রাইস। অন্যদিকে এই বাইকের সব থেকে বড় ভেরিয়েন্টের দাম ৭৪ হাজার ৯২৮ টাকা। তবে এখন যদি আপনি এই বাইকটি কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুণ সুযোগ। আপনি কিছু বিশেষ অফার ব্যবহার করে খুবই কম দামের মধ্যে আপনি এই বাইকটি কিনে ফেলতে পারবেন। এই বাইকটি কেনার জন্য আপনাকে Droom ওয়েব সাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে এই বাইকের ব্যাপারে সবকিছু জেনে নিতে হবে।
আপনাদের জানিয়ে রাখি এই বাইকটি দিল্লিতে বিক্রি করা হবে এবং এই বাইকটি আদতে ২০১৫ সালের মডেলের একটি বাইক। এই বাইকটি ১৮০০০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে এবং আপনি ফাইন্যান্স প্ল্যান ব্যবহার করে এই বাইক কিনতে পারেন। তবে ২০১৬ সালের হিরো স্প্লেন্ডার বাইক এই মুহূর্তে ওএলএক্স ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। এই বাইকের দাম রাখা হয়েছে ২২ হাজার ৫০০ টাকা। যদি আপনি ২০১৫ সালের ওই বাইকটি না কিনতে চান তাহলে আপনি এই বাইকটিও কিনতে পারেন। এর পাশাপাশি ২০১৭ সালের একটি হিরো স্প্লেন্ডার প্লাস বাইক বাইক ফর সেল ওয়েবসাইটে লিস্টেড রয়েছে যার দাম রাখা হয়েছে ২৫ হাজার টাকা। আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে আপনি এই বাইকটিও কিন্তু কিনতে পারেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside