Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

E-Scooter: সাইকেল না জানলেও এবার চালাতে পারবেন স্কুটি, বাজারে চলে এলো বিশ্বের প্রথম সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার, জানুন স্পেসিফিকেশন ও দাম

Updated :  Monday, January 16, 2023 6:15 PM

ভারতে লঞ্চ হয়ে গেল বিশ্বের প্রথম সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার। কাটিং ইজ ডিভাইসটির একটি ঝলক দেখানো হলো অটো এক্সপো ২০২৩ এর একটি বিশেষ ইভেন্টে। Liger Mobility নামের এই সংস্থা দুটি লিটার স্কুটার নিয়ে বাজারে এসেছে। এই দুটি হতে চলেছে বিশ্বের প্রথম সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার। এই দুটি মডেলের নাম Liger X ও Liger X+। চলতি বছরের অটো এক্সপোতে যে কয়েকটি ইলেকট্রিক স্কুটার প্রদর্শিত হয়েছিল তার মধ্যে এই দুটি অন্যতম। এই দুটি ইলেকট্রিক স্যুটারের সর্বাধিক স্পিড হতে পারে ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা এবং রেঞ্জের ৬০ থেকে ১০০ কিলোমিটার এর মধ্যে। চলুন এই সমস্ত স্কুটারের দাম এবং ফিচার সংক্রান্ত সবকিছু তথ্য জেনে নেওয়া যাক।

Fame -II সাবসিটি দেওয়ার পর Liger X ইলেকট্রিক স্কুটার এর দাম ৯০ হাজার টাকা। ফাস্টার অ্যাডপশন এন্ড ম্যানুফ্যাকচার অফ ইলেকট্রিক্যাল সাবসিডি ভারতে ইলেকট্রিক ভেহিকেল এবং ফুয়েল ভেহিকেল এর মধ্যে দামের ফারাক কমানোর জন্য ভারত সরকারের একটি বিশেষ নীতি। এর আগে এই ফারাক ছিল ২০ শতাংশ কিন্তু এখন রিভাইস করে ৪০ শতাংশ করা হয়েছে এই ফারাক। Liger কোম্পানির এই ইলেকট্রিক স্কুটার দুটির প্রি- বুকিং শুরু হবে ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে। ২০২৫ সালের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে এই স্কুটারের ডেলিভারি শুরু হবে বলে জানিয়েছে সংস্থা।

এই স্কুটারে কি কি স্পেসিফিকেশন রয়েছে তা এখনো পর্যন্ত কোম্পানির তরফে নির্দিষ্ট করে জানানো না হলেও, জানা গিয়েছে এই ইলেকট্রিক স্কুটারের সর্বাধিক স্পিড ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এদের মধ্যে Liger X মডেলটি একবার চার্জ দিলে ৬০ কিলোমিটার এর রেঞ্জ দিতে পারে। অন্যদিকে, Liger X+ মডেলটি একবার চার্জ দিলে ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। দেশের আবহাওয়ার কথায় মাথায় রেখে এই ইলেকট্রিক স্কুটারে লিকুইড কুল লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এদের ব্যাটারি ক্যাপাসিটি এখনো পর্যন্ত জানা যায়নি। তবে, এই ব্যাটারি একবার চার্জ দিতে তিন ঘন্টা পর্যন্ত সময় লাগে।