বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় হিরো কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। কোম্পানিটির Hero Splendor ব্ল্যাক এডিশন বাইকটি ব্যাপক জনপ্রিয় যারা বাজেট মূল্যের মধ্যে বাইক কিনতে চান তাদের জন্য।
এই Hero Splendor ব্ল্যাক এডিশন বাইকটির এক্স শোরুম মূল্য ৭২,৪০০ টাকা। তবে এই বাইকটির দাম রেজিস্ট্রেশন, বীমা ইত্যাদি নিয়ে প্রায় ৮৬ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যায়। এই বাইকটির জনপ্রিয়তা তরুণদের মধ্যে ব্যাপক। কম দামের মধ্যে ব্যাপক মাইলেজ দেয় এই বাইক। তবে আপনার কাছে যদি এই মুহূর্তে ৮০ হাজার টাকার কাছাকাছি টাকা না থাকে, তাহলেও এই বাইক আপনি কিনতে পারবেন। কিন্তু কি করে? জানতে এই প্রতিবেদনটির শেষ অংশটি অবশ্যই পড়ুন।
যদি আমরা ডাউন পেমেন্ট প্ল্যানের কথা বলি, তাহলে আপনাকে ২৫ হাজার টাকা পর্যন্ত ডাউন পেমেন্ট দিতে হবে। এরফলে আপনার ঋণের পরিমাণ ৬১ হাজার টাকা হয়ে যাবে। যদি আমরা ১২ শতাংশ অনুযায়ী দেড় বছরের মাসিক কিস্তি নিই, সুদ তাহলে প্রতিমাসে ৪ হাজার টাকা হয়ে যায়। ২ বছরের জন্য আপনার মাসিক কিস্তি ৪১০০ টাকা এবং ৩ বছরের জন্য ২৩০০ টাকা মাসিক কিস্তিতে পরিণত হবে। আপনি যদি বাজেট মূল্যের একটি বাইক কিনতে চান, তাহলে এই Hero Splendor ব্ল্যাক এডিশন বাইকটি আপনার বেস্ট অপশন হতে পারে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside