বর্তমান সময়ে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের এক স্তম্ভ হয়ে দাড়িয়েছেন। আজ পুনেতে আবারো প্রমাণ করলেন ভারতীয় অধিনায়ক। ভাইজ্যাকে রোহিত ঝড়ের পর এবার পুনেতে বিরাট ঝড় দেখল বিশ্ববাসী। আজ শুক্রবার, নিজের ক্যারিয়ারের সর্ব্বোচ্চ রান করলেন ভারতীয় অধিনায়ক। ২৫৩ রানে অপরাজিত অবস্থায় ৬০১ রানে ডিক্লেয়ার করে দেয় ভারত। যেখানে বিরাটের ২৫৩ রানের সাথে সাথে ময়ঙ্ক আগরওয়ালের ১০৮, রবীন্দ্র জাদেজার ৯১, অজিঙ্ক রাহানে ৫৯ রান করে।
বিরাট কোহলি পুনে টেস্টের পর সর্ব্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সাত নম্বরে রয়েছেন। সচিন তেন্ডুলকর, রাহুল ড্রাবিড, সুনীল গাভাসকর, ভিভিএস লক্ষ্মন, বীরেন্দ্র সেহবাগ, ও সৌরভ গাঙ্গুলীর পর রয়েছেন বিরাট।
শ্রক্রবার টেস্ট ক্যারিয়ারে আটটি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে ঘরে ও বাইরে সেঞ্চুরি করলেন বিরাট। এর আগে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে টেস্টে শতরান ছিল না বিরাটের। ভারতীয়দের মধ্যে পঞ্চাশকে একশোতে ‘কনভার্ট রেট’ এর বচারে আজহারকে টপকে শীর্ষে চলে গেলেন ভারতীয় অধিনায়ক। অধিনায়ক হিসেবে এই নিয়ে ৯বার ১৫০ এর গন্ডি পেরিয়ে জন ব্র্যাডম্যানকে পেছনে ফেলে দিলেন বিরাট।