৭ হাজার টাকার কম দামে Nokia আনলো এই স্মার্টফোন, রয়েছে অত্যাধুনিক ফিচার ও ব্যাটারী ব্যাকআপ
বাজেট মূল্যের মার্কেটে রাজ করবে নোকিয়ার এই স্মার্টফোন
আপনি কি এই মুহূর্তে একটা কোন ভালো স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনাদের জন্য রয়েছে আমাদের কাছে একটা দারুন খবর। আপনি হয়তো এই প্রতিবেদন এই আপনার মনের মতো ফোনের সন্ধান পেয়ে যেতে চলেছেন। জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি নোকিয়া এবারে এমন একটি ফোন আনতে চলেছে যা ব্যাপক পছন্দ হতে পারে আপনার। এই এন্ট্রি লেভেল স্মার্টফোন ভারতের মার্কেটে জনপ্রিয় হতে পারে। এই নতুন বাজেট মূল্যের ফোনের ডিজাইন একদিকে যেমন খুবই আকর্ষণীয়, অন্যদিকে এর ফাস্ট পারফরম্যান্স মন জয় করবে আপনার। এই ফোন সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Nokia কোম্পানির লঞ্চ করা এই নতুন স্মার্টফোনের নাম Nokia C12 Pro। এই ফোনে ৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এছাড়া আধুনিক ফোনের মত ডিউড্রপ নচ থাকবে এতে। এতে ১৬০০*৭২০ পিক্সেলের এইচডি রেজোলিউশন রয়েছে। এই ফোনে 28nm Unisoc SC9863A1 চিপসেট রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলে। এতে ৪০০০mah এর ব্যাটারি আছে।
এই ফোনে রয়েছে অনেক আধুনিক ফোনের মত ফিচার। এতে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আর সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া এতে সিঙ্গল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2, জিএনএসএস, একটি ৩.৫ এমএম হেডফোন জ্যাক, একটি মাইক্রোএসডি কার্ড এবং একটি মাইক্রোএসবি পোর্ট আছে। এরপর যদি এর দাম শোনেন তাহলে চমকে উঠবেন আপনি। এই ফোনের দাম মাত্র ৬৯৯৯ টাকা। বাজেট মূল্যের ফোন কিনতে চাইলে এই Nokia C12 Pro আপনার কাছে ভালো অপশন হতে পারে।