টেক বার্তা

মাত্র ১৮ হাজার টাকায় কিনুন HERO-র এই দামদার বাইক, সুযোগ হাতছাড়া করবেন না – HERO BIKE

জনপ্রিয় গাড়ি নির্মাণ সংস্থা হিরোর কয়েকটি সেকেন্ড হ্যান্ড ধাসু বাইক বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।

Advertisement

বর্তমানে দ্রব্যের উদ্যমূল্যের কারণে মধ্যবিত্তের স্বপ্নপূরণ একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে নিজের স্বপ্নের বাইক কেনা একপ্রকার দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন কয়েকটি দুর্দান্ত অফার নিয়ে এসেছি, যার মাধ্যমে জলের দামে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন আপনি। অফার গুলো জানতে হলে অবশ্যই আজকের নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন।

শুরুতেই আমরা আপনাদের বলে রাখি, জনপ্রিয় গাড়ি নির্মাণ সংস্থা হিরোর কয়েকটি সেকেন্ড হ্যান্ড ধাসু বাইক বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। যেখানে মাত্র ১৮ হাজার টাকা ব্যয় করে Hero Splendor Plus বাইক ক্রয় করতে পারবেন আপনি। দুর্দান্ত অফার জেনে নেওয়ার পূর্বে যদি শক্তিশালী এই বাইকের ইঞ্জিন সম্পর্কে বলি, তবে Hero Splendor Plus বাইকটিতে একটি 97.2cc ইঞ্জিন রয়েছে যা 8000 rpm-এ সর্বাধিক 8.02 hp পাওয়ার আউটপুট এবং 6000 rpm-এ 8.05 Nm এর সর্বোচ্চ টর্ক প্রদান করে। পাশাপাশি দুর্দান্ত এই গাড়িতে 9.8 লিটারের বিশাল জ্বালানি ট্যাঙ্ক রয়েছে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক জমকালো এই বাইকের একাধিক অফার সম্পর্কে-

1. Hero Splendor 2012: এই তালিকায় প্রথমেই যে গাড়িটি রয়েছে, সেটি 2012 সালের একটি Hero Splendor। দিল্লির নম্বরে রেজিস্টার করা এই বাইকটি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছেন এর মালিক। যেখানে বলা হয়েছে, কয়েকটি অত্যন্ত কম ড্রাইভ করা হয়েছে। দুর্দান্ত গাড়িটি বিক্রি করার জন্য এর মূল্য 15,000 টাকা চেয়েছেন এর মালিক

2. Hero Splendor 2013: মাত্র কয়েক হাজার কিলোমিটার রাস্তা চলেছে Hero Splendor 2013 সালের মডেলটি। উত্তর প্রদেশের নম্বরের রেজিস্ট্রি করা এই সুপার বাইকটির জন্য এর মালিক 17,000 টাকা দাম চেয়েছেন।

3. Hero Splendor 2015: সম্পূর্ণ নতুন কন্ডিশনে দুর্দান্ত এই গাড়িটি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। ওই ব্যক্তির দ্বারা জানানো হয়েছে, গাড়িটি খুব কম চালিয়েছেন তিনি। গাড়িটি বিক্রির জন্য 27,000 টাকা দাম চেয়েছেন এর মালিক।

Related Articles

Back to top button