টেক বার্তা

7500mAh-এর পাওয়ারফুল ব্যাটারীর সাথে দামদার ফোন লঞ্চ করলো Nokia, দেখে নিন বৈশিষ্ট্য এবং ফির্চাস

আজ আমরা আপনাদের জন্য বাজারের সেরা যে স্মার্টফোনটি নিয়ে এসেছি, সেটি মোবাইল প্রস্তুতকারক সংস্থা Nokia দ্বারা লঞ্চ করা হয়েছে।

Advertisement

এই মুহূর্তে যদি আপনি বাজারের সেরা 5G স্মার্ট ফোন কিনতে চান, তবে আজকে আমাদের নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন। কারণ, আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি দুর্দান্ত ডিভাইস নিয়ে এসেছি, যেটি দেখলে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে। শুরুতেই আমরা আপনাদের বলে রাখি, মাইক্রোসফটে পদার্পণ করে স্মার্টফোন নির্মাণ কোম্পানি বিশ্ব বাজার থেকে নিজেদের অস্তিত্ব প্রায় হারাতে বসেছে। তবে নিজেদের ভুল শুধরে নিয়ে বিগত কয়েক মাসে একের পর এক দামদার স্মার্ট ফোন লঞ্চ করেছে বাজারে। সবচেয়ে কম দামে সর্বাধিক ফির্চাস যুক্ত ফোন লঞ্চ করে ইতিমধ্যে গ্রাহকদের সুদৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে সংস্থাটি।

আজ আমরা আপনাদের জন্য বাজারের সেরা যে স্মার্টফোনটি নিয়ে এসেছি, সেটি মোবাইল প্রস্তুতকারক সংস্থা Nokia দ্বারা লঞ্চ করা হয়েছে। Nokia 1100 Lite নামে সম্প্রতি লঞ্চ করা এই ফোনটি নিজের অত্যাধুনিক বৈশিষ্ট্যের কারণে রীতিমতো আকর্ষণীয় হয়ে উঠেছে মোবাইল প্রেমীদের কাছে। আজকের নিবন্ধে আমরা আপনাদের সামনে Nokia 1100 Lite স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য এবং দাম সম্পর্কে সঠিক তথ্য দিতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

প্রথমেই আমরা আপনাদের বলি, Nokia 1100 Lite স্মার্টফোনে আপনি 2K রেজুলেশন সহ 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। পাশাপাশি প্রসেসর হিসেবে দুর্দান্ত এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগন 650-এর শক্তিশালী চিপসেট। এছাড়া শক্তিশালী এই স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজদের সাথে বাজারে লঞ্চ করা হয়েছে। পাশাপাশি এই স্মার্টফোনে প্রাথমিক ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেলের শক্তিশালী লেন্স ব্যবহার করা হয়েছে।

এছাড়া ফোনের ব্যাক প্যানেলে 16+12 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। সেলফি প্রেমীদের জন্য দুর্দান্ত এই ফোনে 32 মেগাপিক্সেলের সেলফি সেন্সরও ব্যবহার করা হয়েছে। যদি দামের কথা বলি, তবে এই শক্তিশালী স্মার্টফোনটি ক্রয় করতে হলে আপনাকে 14,999 টাকা খরচ করতে হবে।

Related Articles

Back to top button