Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৫ দরজার Mahindra Thar ধ্বংসলীলা চালাবে ভারতের বাজারে, দেখুন দুর্দান্ত গাড়ির ডিজাইন সহ অবিশ্বাস্য ফির্চাস

Updated :  Friday, January 26, 2024 6:29 PM

বিগত বেশ কয়েক মাস ধরে ভারতের বাজারে একপ্রকার ধ্বংসলীলা চালিয়েছে Mahindra Thar। দুর্দান্ত ডিজাইন এবং অবিশ্বাস্য বৈশিষ্ট্যের কারণে গাড়ি প্রেমীদের অন্যতম চাহিদা হয়ে উঠেছে এই গাড়িটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে ভারতের বাজারে লঞ্চ হওয়া Mahindra Thar গ্রাহকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল তার দুর্দান্ত ডিজাইন এবং অবিশ্বাস্য ফির্চাসের মাধ্যমে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে নতুন এই গাড়িটির ডিজাইন একই রকম রাখা হয়েছে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। তবে 5-Door Mahindra Thar-এ একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট্য যুক্ত করা হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

মাহিন্দ্রা তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন Thar 5 Door তার কিলার লুক দিয়ে ভারত তথা বিশ্ব বাজারে অনায়াসে জায়গা করে নেবে। এর আধুনিক বৈশিষ্ট্য গ্রাহকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে বলেও জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা। এই নিবন্ধে যদি গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে গাড়িটি ইনফোটেইনমেন্ট সিস্টেমের সাথে সজ্জিত হবে যা একটি বড় টাচস্ক্রিন ডিসপ্লে সহ আসবে। এছাড়া অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার-প্লে দিয়ে সজ্জিত হবে গাড়িটি। পাশাপাশি সম্পূর্ণ গাড়িতে 360-ডিগ্রি ক্যামেরা সংযুক্ত করা হবে, যা চালকদের ট্র্যাফিক এলাকায় চলাচল করা সহজ করে তুলবে বলে মনে করা হচ্ছে।

যদি শক্তিশালী Mahindra Thar 5 Door-এর ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এটি 2.2-লিটার ডিজেল ইঞ্জিনের সাথে বাজারে উপলব্ধ হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, বৃহৎ এই ইঞ্জিনটি 185 PS শক্তি এবং 420 Nm টর্ক জেনারেট করবে। পাশাপাশি, ইঞ্জিনটি 6-স্পিড গিয়ার বক্স দ্বারা নিয়ন্ত্রিত হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বলি, তবে ভারতের বাজারে এর প্রারম্ভিক মূল্য 15 লাখের কাছাকাছি হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া গাড়িটির লঞ্চের কথা যদি বলি, তবে মনে করা হচ্ছে চলতি বছরের মাঝামাঝিতে ভারতের বাজারে লঞ্চ হতে পারে এই দুর্ধর্ষ গাড়িটি।