টেক বার্তা

সবচেয়ে কম খরচে ইন্টারনেট, ১ টাকায় পাওয়া যাবে ১ জিবি ডেটা

Advertisement

বেঙ্গালুরু : সবচেয়ে কম দামে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে চলেছে “ওয়াইফাই ধাবা” নামের এক টেলিকম সংস্থা। তবে শুধুমাত্র বেঙ্গালুরুতেই এই পরিষেবা পাওয়া যাবে। তিন বছর আগে প্রকাশ্যে আসা এই সংস্থার প্রকল্প শুরু হওয়ার পর কানেকশন সমস্যা দেখা দেয়। যাবতীয় সমস্যা ঠিকঠাক করে নতুন করে পরিষেবা দিতে প্রস্তুত এই সংস্থা তাও আবার সবচেয়ে কম খরচে ইন্টারনেট। শুধুমাত্র ১ টাকায় পাওয়া যাবে ১ জিবি ডেটা।

এতো কম টাকায় পরিষেবা দেওয়ার উত্তরে তারা জানান যে, থার্ড পার্টি হার্ডওয়্যার, সফ্টওয়্যার বা পরিকাঠামোর উপরে নির্ভর না করে নিজস্ব হার্ডওয়্যার, সফ্টওয়্যার এবং নেটওয়ার্কিং তৈরি করা হয়েছে ফলে খরচ অনেকটাই কমেছে। এছাড়া নতুন ডেটা ট্রান্সমিটিং-এ সুপারনোড প্রযুক্তি ব্যবহার করে রাউটারের মাধ্যমে সুপারনোডের ট্রান্সমিট সম্পূর্ণ করা হবে। এরফলে ২ কিমি পর্যন্ত নেটওয়ার্ক পাবেন গ্রাহক।

আরও পড়ুন : Jio আনল দুর্দান্ত প্ল্যান, ২০০ টাকার কমে পাওয়া যাবে ১.৫ জিবি ডেটা প্রতিদিন

সংস্থার সিইও করম লক্ষন সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, “আমাদের লক্ষ্য হল কম খরচে ইন্টারনেট পরিষেবা দেওয়া। এর আগে তিন বছর আগেও এই প্রকল্প শুরু করি, তখন বুঝতে পারি যে মূল সমস্যাটি কানেকশন এবং দামের। এবারে ফাইবার প্রযুক্তি ব্যবহার করে কানেকশন কিনে আইএসপি হিসাবে কাজ করেছি। এতে পুরনো সমস্যা গুলি আর হবে না।”

Related Articles

Back to top button