রাজীব ঘোষ : ২০১৬ সালের পর রাজ্যে ফের সিপিএম, কংগ্রেসের জোট তৈরী হয়েছে।রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে কিছুদিন পরেই উপনির্বাচন হতে চলেছে।এই তিনটি কেন্দ্র হলো করিমপুর, খড়্গপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা।সূত্রের খবর, এই তিনটি কেন্দ্রে সিপিএম ও কংগ্রেস ইতিমধ্যে আসন ভাগাভাগি করে নিয়েছে।নদীয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে সিপিএম, অন্যদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও খড়্গপুর বিধানসভায় প্রার্থী দেবে কংগ্রেস।
রাজ্যে এই বাম-কংগ্রেসের জোটকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ।তিনি বলেন, সিপিএম, কংগ্রেস তাদের এই জোটে তৃণমূলকেও রাখুক। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এরাজ্যে ৪২ শতাংশ ভোট পেয়েছে।আগামী দিনে সেটা বেড়ে ৫০ শতাংশ হবে বলে দাবি করেন দিলীপ ঘোষ।রাজ্য বিজেপি সভাপতি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের হেনস্থা করা হচ্ছে।তাদের উপর অত্যাচার করা হচ্ছে।
তবে বিজেপি কর্মীরা রাজনৈতিক ভাবেই তার মোকাবিলা করবেন।তিনি আরো বলেন, এই ধরনের জোটে বিজেপির কিছু যায় আসে না।সিপিএম, কংগ্রেস এবার তাদের জোটের মধ্যে তৃণমূল কংগ্রেসকেও রাখুক।তবুও তারা জয়লাভ করতে পারবে না।আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করবে বলে জানান বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।