এই মুহুর্তের সবচেয়ে বড় খবর। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করার পর থেকেই দেশের মধ্যে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তি প্রশ্ন তুলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সবার শিরোনামে। কাশ্মীর নিয়ে আজ বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন, “কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর বিগত ৮-১০ দিন ধরে দেশে ভারতবাসী বুঝতে পারছে না কোথায় আছে তারা। এটা নিয়ে প্রশ্ন তুলে আমাকে গ্ৰেফতার করতে পারে সিবিআই বা ইডি। এই বিষয়ে আমি একটি বৈঠক ডাকবো।” এছাড়াও তিনি জানিয়েছেন, কাশ্মীরের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি ভয় পেয়ে তাকে ফোনও করেছিলেন।
West Bengal CM Mamata Banerjee: Since the last 8-10 days, no one in the country knows where they (CMs) are? If I ask this question today, will I be arrested by CBI or ED? I still believe peaceful negotiation could have been done by discussing the issue with all the parties. https://t.co/sLN0sNp3vk
— ANI (@ANI) August 14, 2019