টেক বার্তা

মাত্র ৯৯৯ টাকার পরিবর্তে ঘরে নিয়ে যান Samsung এর এই ফোন, জানুন কিভাবে কিনবেন

Advertisement

Samsung কিছু সময় আগে ভারতে তাদের জনপ্রিয় স্মার্টফোন Galaxy M31 prime edition লঞ্চ করা হয়েছিল। এইবার সেই ফোনকে ফেস্টিভ সিজনে সস্তা দামে বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। অ্যামাজন ইন্ডিয়াতে লিমিটেড সময়ের জন্য ২,৫০০ টাকায় গ্রাহক কিনতে পারবেন এই ফোনটিকে। চলুন জানা যাক ফোনটি এবং তার দাম সম্পর্কে বিস্তারিতভাবে,

দাম এবং উপলব্ধতা

সাধারন ভাবে এই স্মার্টফোনের ৬জিবি+৬৪জিবি এর দাম ১৫,৪৯৯ টাকা রাখা হয়ে থাকে। কিন্তু এখন গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন ১২,৯৯৯ টাকায়। সেখানেই ১৬,৪৯৯ টাকার ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টটিকে পাবেন ১৩,৯৯৯ টাকায়। আবার ৮জিবি ভ্যারিয়েন্ট যেটির দাম ছিল ১৮,৪৯৯ টাকা সেটিকে পাওয়া যাবে ১৬,৯৯৯ টাকায়। এছাড়া এক্সচেঞ্জ অফারের দরুন ফোনটির ওপর গ্রাহক পেতে পারেন ১২,০০০ টাকা পর্যন্ত ছাড়ও। অর্থাৎ এক্সচেঞ্জের পর বেস ভ্যারিয়েন্টটির দাম হবে ৯৯৯ টাকা।

স্পেসিফিকেশন

Samusng এর এই নতুন ফোন Galaxy M31 Prime Edition তে দেওয়া হয়েছে ৬.৪ ইঞ্চি ফুল ইনফিনিটি ইউ sAmoled ডিসপ্লে। গ্রাহক ফোনটি কেনার সময় ৬ জিবি র‍্যামের এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেঁছে নিতে পারেন বলে জানা গেছে। ফোনটিতে দেওয়া হয়েছে Exynos 9611 প্রসেসর।ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে ৬৪ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে ৬০০০ mAh ব্যাটারির সাথে ১৫ W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে ।

Related Articles

Back to top button