Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঘরের মাঠেই শুভেন্দুকে বিজেপিতে স্বাগত জানাবেন অমিত শাহ, নিজেই জানালেন শুভেন্দু

Updated :  Wednesday, December 16, 2020 11:25 PM

রাজধানী থেকে নয়, নিজের এলাকা থেকেই অমিত শাহ এর হাত থেকে বিজেপির বিজেপির গেরুয়া পতাকা গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, জল্পনায় নিজে সীলমোহর দিয়ে কাঁকসার গোপন বৈঠকে নিজে এ কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক পদক্ষেপ গ্রহণ করছেন শুভেন্দু। সম্প্রতি তিনি পৌঁছে গেছেন তৃণমূলের সাংসদ সুশীল মন্ডল এর বাড়িতে। সেখানে গিয়ে দীর্ঘক্ষন বৈঠক করেছিলেন তিনি। তার সাথে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতা দীপ্তাংশু চৌধুরী। সেখানে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এর পরবর্তী পরিকল্পনার কথা তিনি ঘোষণা করলেন।

তবে, এই বিষয়টির চমক আমরা আগেই পেয়েছিলাম। শুভেন্দু বিজেপির একের পর এক পদক্ষেপ থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল আর কিছুদিনের মধ্যেই রাজনীতিতে দল বদল ঘটতে চলেছে। সেই পরিকল্পনা অনুযায়ী শেষ মুহূর্তে তড়িঘড়ি কর্মসূচি বদল করলেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীর হাতে গেরুয়া পতাকা তুলে দেওয়ার জন্য তিনি শনিবার মেদিনীপুরে পৌঁছে সভা করবেন। সেই সভাতেই শুভেন্দুর হাতে দলীয় পতাকা তুলে দেবেন অমিত শাহ।

উল্লেখ্য, ৭ ডিসেম্বরেই মেদিনীপুর কলেজ ময়দানের মাঠে জনসভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই জনসভার প্রায় ১৩ দিনের মাথায় সেই স্থানে বিজেপিতে যোগদান করতে চলেছেন নন্দীগ্রামের জননেতা। আর তারপর থেকেই জল্পনা নতুন করে শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।

তবে, শুধুমাত্র শুভেন্দু না, এই জনসভা থেকে একাধিক তৃণমূল ত্যাগী শাসকদলের বেসুরো নেতারা যোগ দেবেন বিজেপিতে। এই তালিকাতে থাকবেন তৃণমূলের বহু বিধায়ক সাংসদ এবং নেতা। মন্ত্রিসভার জনপ্রিয় তরুণ মন্ত্রী ইদানিং তৃণমূলের বিরুদ্ধে মন্তব্য করা শুরু করেছেন। মনে করা হচ্ছে তিনিও শুভেন্দু পথেই হাঁটবে। সূত্র বলছে, এই সভাতে ব্যারাকপুর এর বিধায়ক সহ আরো অনেকে বিজেপিতে যোগদান করতে চলেছেন। তাই শাহের এইবারের বঙ্গ সফর তৃণমূলের জন্য অনেক খারাপ বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।