Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র খরচ ২ টাকা, প্রতিদিন পেয়ে যান ১ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং, দুর্দান্ত অফার আনল VI

প্রায় প্রতিদিন তাদের গ্রাহকদের জন্যে নিত্য নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে টেলিকম সংস্থা Vi। Vodafone এবং Idea একসাথে মিলিতভাবে গ্রাহকদের নতুন নতুন সার্ভিস অফার করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিযোগিতা…

Avatar

প্রায় প্রতিদিন তাদের গ্রাহকদের জন্যে নিত্য নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে টেলিকম সংস্থা Vi। Vodafone এবং Idea একসাথে মিলিতভাবে গ্রাহকদের নতুন নতুন সার্ভিস অফার করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিযোগিতা টক্কর দিতে প্রত্যেকদিন তারা নতুন নতুন অফার নিয়ে আসছে। তবে এবারে Vi একটি নতুন আকর্ষণীয় অফার নিয়ে এলো যেখানে মাত্র ২.০৮ টাকায় আপনারা পেয়ে যাবেন প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট। অফারটি একেবারে আপনার হাতের নাগালের মধ্যে এবং আপনি এখানে অত্যন্ত আকর্ষণীয় বেশকিছু বেনিফিট পেয়ে যাবেন। এই অতিরিক্ত বেনিফিট এর মধ্যে রয়েছে OTT বেনিফিট এবং আরো অনেক কিছু। চলুন, Vi এর এই আকর্ষণীয় প্ল্যানের ব্যাপারে বিস্তারিত জানা যাক।

Vi এই প্ল্যানের দাম ৬৯৯ টাকা। এখানে আপনাকে অফার করা হয় ৮৪ দিনের দীর্ঘ বৈধতা। দাম শুনে অনেকের মনে হতে পারে এই প্ল্যান Vi এর অন্যান্য প্ল্যানের থেকে দামি। কিন্তু আদতে কিন্তু এরকম না। এই প্লানে আপনাকে অত্যন্ত কম দামে ইন্টারনেট অফার করা হয়। এই প্ল্যানের সঙ্গে আপনাকে ৪ জিবি ডেটা অফার করা হয়। এখানে আপনাকে ডবল ডেটা অফার করা হয় Vi তরফে। এছাড়াও আপনাকে আনলিমিটেড ভয়েস কলিং অফার করা হচ্ছে ভারতের যেকোনো নেটওয়ার্কে। পাশাপাশি প্রত্যেকদিন ১০০ করে এসএমএস করার সুযোগ থাকছে আপনার কাছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অর্থাৎ সোজা কথায় বলতে গেলে প্রত্যেকদিন যদি আপনার কাছে ৪ জিবি করে ইন্টারনেট অফার করা হয় তাহলে ৮৪ দিনে আপনাকে দেওয়া হচ্ছে সর্বমোট ৩৩৬ জিবি ইন্টারনেট। এই প্লান এর মোট খরচ ৬৯৯ টাকা। অর্থাৎ, প্রতিদিন আপনাকে দেওয়া হচ্ছে মাত্র ২.০৮ টাকায় ১ জিবি করে ইন্টারনেট। এই দামে এতটা নেট ভারতের অন্য কোনো কোম্পানি অফার করে না। তাই পরিষ্কারভাবে, Jio এবং Airtel সহ অন্যান্য নেটওয়ার্কের প্ল্যানের থেকে এই প্ল্যান অনেকটাই সস্তা।

About Author