Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

‘মোদির দাড়ি যত বাড়ছে, গ্যাস-পেট্রোল-ডিজেলের দাম ততই বাড়ছে’, ফের ফুল ফর্মে অনুব্রত

পূর্ব বর্ধমানের প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের হয়ে প্রচারে নামলেন অনুব্রত মণ্ডল

Advertisement

কয়েকদিন হয়ে গিয়েছিল, তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল যেন কোথাও একটা হারিয়ে গিয়েছিলেন। কেমন ভাবে তাকে নিজের সেই ভঙ্গিতে দেখা যাচ্ছিল না। তবে এবারে সোমবার পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের সমর্থনে আবারো নিজের কড়া বাক্য শোনালেন অনুব্রত মণ্ডল।

এই জনসভাটি হয়েছিল আমাদপুর বালিকা বিদ্যালয়ের মাঠে। সেখানে অনুব্রত মণ্ডল কে আবার স্বমহিমায় পাওয়া গেল। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন। পাশাপাশি মমতার সঙ্গে তিনি নরেন্দ্র মোদির তুলনা করলেন। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বললেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাড়ি যত বাড়ছে, রান্নার গ্যাসের পেট্রোল-ডিজেলের দাম সেরকম ভাবেই বেড়ে চলেছে। নরেন্দ্র মোদির রাম রাজত্বে পেট্রোলের দাম এখন ১০০ টাকা ছাড়িয়ে গেছে। নরেন্দ্র মোদী মিথ্যেবাদী, প্রতিশ্রুতি দিয়ে রাখেন না।”

অনুব্রত মন্ডল নির্বাচনী প্রচারে সোনার বাংলা প্রসঙ্গে কথা বললেন। তিনি বললেন, “উড়িষ্যায় কি হাল? ত্রিপুরায় কি হাল? শিক্ষকদের চাকরি খেয়ে নিলে। আসাম কি হলো? সোনার আসাম, সোনার গুজরাট কোথায়?” পাশাপাশি তিনি বললেন, যদি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট না দেন তাহলে কিন্তু বাংলাটা একেবারে শেষ হয়ে যাবে।

Related Articles

Back to top button