Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেখি তো স্যার আপনি কেমন রগড়ানি দেন, জামুড়িয়ার সভা থেকে দিলীপকে কটাক্ষ সায়ন্তিকার

দিলীপ ঘোষের রগড়ানি ইস্যু নিয়ে বারবার সুর চড়িয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতারা বারবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এহেন মন্তব্যকে কটাক্ষ করে চলেছেন। তারা বলছেন, তৃণমূলকে সমর্থন করার জন্য…

Avatar

By

দিলীপ ঘোষের রগড়ানি ইস্যু নিয়ে বারবার সুর চড়িয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতারা বারবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এহেন মন্তব্যকে কটাক্ষ করে চলেছেন। তারা বলছেন, তৃণমূলকে সমর্থন করার জন্য শিল্পীদের কার্যত রগড়ে দেবেন দিলীপ ঘোষ! এটা কখনোই কাম্য নয়। জামুরিয়া থেকে এই ইস্যুতে এবারে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

জামুরিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সায়ন্তিকা এবং সোহম। কেন্দা পুলিশ ফাঁড়ি ফুটবল ময়দানে নির্বাচনী সভা করলেন তারা। এই সভা থেকে দুজনে দিলীপ ঘোষকে নিশানা করেছেন। সায়ন্তিকা এবারে দিলীপ ঘোষকে কড়া আক্রমণ করেছেন। সায়ন্তিকা বলেছেন, “হ্যাঁ আমি তারকা। আমি শিল্পী। দিলীপ ঘোষ বলছেন উনি নাকি শিল্পীদের রগড়ে দেবেন। শিল্পীরা নাচ-গান করছে সেটাই ঠিক আছে। রাজনীতি আমরা করব। রাজনীতি করতে আসলে রগড়ে দেবো। তা স্যার কেমন রগড়াবেন জানতে চাই।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিজেপি তারকা প্রার্থীদের কটাক্ষ করে সায়ন্তিকা বললেন, “আপনাদের দলে যারা শিল্পীরা রয়েছেন, যারা তারকা প্রার্থী রয়েছেন তাদের বরঞ্চ ফোন করে জেনে নেব আপনি কেমন রগড়ানি দিয়েছেন তাদের। আপনি রগড়ানি দেবেন, আর আমরা খাব! বহিরাগত দল এত কিছু করবে?” তারপরই সায়ন্তিকাকে দেখা গেল নিজের ট্রেডমার্ক স্টাইলে ফিল্মি ডায়লগের মাধ্যমে বিজেপিকে কটাক্ষ করতে।

About Author