খুব কম দামে আজই কিনে নিন Hero Passion Pro, জানুন অফার ও দাম সমন্ধে
মাত্র ১২ হাজার টাকায় Droom থেকে কিনতে পারবেন Hero passion pro বাইক
আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সেই নিরিখে ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডটি হল হিরো স্প্লেন্ডার। তবে অনেকের আবার এর লুক পছন্দ হয় না। তাদের জন্য বাজারে রয়েছে স্টাইলিশ লুকিং হিরো প্যাশন প্রো। এর শক্তিশালী ইঞ্জিন এবং অসাধারণ মাইলেজ অনেক ভারতবাসীর প্রথম চয়েস।
ভারতীয় বাজারে এই হিরো প্যাশন প্রো এর অন রোড মূল্য ৭০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকার মধ্যে। তবে অনেকের পক্ষেই হয়তো এত দাম দিয়ে একটি বাইক কেনা সম্ভব না। কিন্তু এখনকার দিনে কাজকর্ম করতে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাইকের অপরিহার্যতা কেউ পূরণ করতে পারে না। অনেককে কাজের জন্যই হয়তো বাইক কিনে থাকেন। তাদের যদি এই মুহূর্তে ৭০ হাজার টাকার উপর খরচ করা সম্ভব না হয় তাহলে তারা অনলাইন পুরাতন টু হুইলার কেনাবেচার ওয়েবসাইট থেকে এই হিরো প্যাশন প্রো খুবই কম দামে কিনতে পারবেন। কোথায় কত দামে এই বাইক পাওয়া যাচ্ছে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
জনপ্রিয় পুরাতন টু হুইলার ওয়েবসাইট Droom, ২০১২ সালের একটি Hero passion pro বিক্রয়ের জন্য তালিকাভুক্ত করেছে। কোম্পানি এই বাইকের দাম মাত্র ১২ হাজার টাকা রেখেছে। আপনি শুনলে অবাক হবেন এই বাইকে কোম্পানি আর্থিক সহায়তা দেবে।
এছাড়া Bikedekho ওয়েবসাইটেও রয়েছে ২০১২ মডেলের Hero passion pro। এই বাইকটি এখনও ভালো অবস্থায় রয়েছে। এই বাইকটি কোম্পানি ১৬ হাজার টাকায় বিক্রি করছে। তবে এই বাইক কেনার জন্য কোম্পানি কোনো ফাইন্যান্স দেবে না।
Credr ওয়েবসাইটেও ২০১৪ সালের Hero passion pro তালিকাভুক্ত রয়েছে। এই বাইকটি খুব ভালো অবস্থায় রয়েছে। কোম্পানি এই বাইকের দাম ১৭ হাজার টাকা রেখেছে। কোম্পানি এই বাইকের দামে ফাইন্যান্স প্ল্যান দেবে না।