মাত্র ১৮ হাজার টাকার বিনিময়ে কিনে ফেলুন হিরো কোম্পানির এই দুর্দান্ত বাইক, তাড়াতাড়ি করুন
ভারতের বাজারে এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় বাইকের কম্পানি হলো হিরো এবং তাদের হিরো স্প্লেন্ডার বাইক এই মুহূর্তে আপনারা পাচ্ছেন সস্তায়
যদি আপনি সস্তা দামের মধ্যে এই মুহূর্তে একটি বাইক কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত অফার। আজকে আমরা আপনাদের একটি এমন বাইকের ব্যাপারে জানাবো, যা আপনারা কিনে ফেলতে পারবেন মাত্র ১৮ হাজার টাকা দিয়ে। এই মুহূর্তে ভারতের বাজারে সস্তা বাইক বললেই সব থেকে আগে নাম উঠে আসে হিরো স্প্লেন্ডার বাইক এর। হিরো স্প্লেন্ডার ছাড়াও স্প্লেন্ডার প্লাস এই মুহূর্তে আরো একটি জনপ্রিয় বাইক। সাধারণত এই সমস্ত বাইক কিনলে সকলে সেকেন্ড হ্যান্ড বাইকের কথা বেশি ভাবেন। তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু দারুণ সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন। এই সবকটি বাইক হল হিরো স্প্লেন্ডার প্লাস বাইক এবং মাত্র ১৮ হাজার টাকা থেকে এই বাইকের দাম শুরু হচ্ছে। এই বাইকগুলি আপনারা অত্যন্ত সস্তার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই বাইকের কন্ডিশন এখনো পর্যন্ত বেশ ভালো।
ড্রুম ডট ইন (Droom.in) ওয়েবসাইটে এই মুহূর্তে একটি হিরো স্প্লেন্ডার বাইক আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ১৮ হাজার টাকা দামে। এই বাইকটি কেনা হয়েছিল ২০০৩ সালে।এই বাইকের লোকেশন হলো দিল্লির এবং এই বাইকটি আপনারা মাত্র আঠারো হাজার টাকায় ফেলতে পারবেন বাড়িতে বসেই। এছাড়াও এই বাইকটি কিনলে আপনারা তিন বছরের পর্যন্ত বাইব্যাক গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। এই বাইকটির কন্ডিশন একেবারে ভালো এবং মাত্র ২৩ হাজার কিলোমিটার চলেছে এই বাইকটি।
এই ওয়েবসাইটে এই বাইক কিনতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে এই বাইকের বিক্রেতার সঙ্গে। এই ওয়েবসাইটটি আপনাকে আরসি এবং বিনামূল্যে রোডসাইড অ্যাসিস্টেন্স সুবিধা প্রদান করে থাকে। হিরো স্প্লেন্ডার প্লাস বাইকের স্পেসিফিকেশনের ব্যাপারে বলতে হলে এই বাইকে রয়েছে ১০০ সিসি ইঞ্জিন। এই বিশেষ ইঞ্জিনটি ৬.৭২ সর্বাধিক পাওয়ার এবং ১০.৩৫ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। তার পাশাপাশি এই বাইকে ম্যানুয়াল ট্রান্সমিশনের সুবিধা রয়েছে।