Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Airtel নতুন প্ল্যান লঞ্চ করল, প্রতিদিন ৪ জিবি ডেটা, বিনামূল্যে কী কী সুবিধা পাবেন – Airtel Data Plan

Updated :  Tuesday, September 16, 2025 10:33 AM
Airtel

ডিজিটাল দুনিয়ায় ইন্টারনেটের চাহিদা বাড়ছে প্রতিদিন। অনলাইন ক্লাস, সিনেমা দেখা, ওয়েব ব্রাউজিং বা ক্রিকেট ম্যাচ স্ট্রিমিং—সব কিছুর জন্যই এখন প্রয়োজন বেশি ডেটা। সেই চাহিদার কথা মাথায় রেখেই এয়ারটেল সম্প্রতি নিয়ে এসেছে এক বিশেষ প্রিপেইড প্ল্যান, যেখানে গ্রাহকরা প্রতিদিন পাবেন 4GB হাই-স্পিড ডেটা। টেলিকম ইন্ডাস্ট্রিতে এই ধরনের অফার বর্তমানে একমাত্র এয়ারটেলই দিচ্ছে।

নতুন প্ল্যানের বৈশিষ্ট্য

এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। গ্রাহকরা প্রতিদিন 4GB হাই-স্পিড ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং ও 100টি ফ্রি SMS পাবেন। এর সঙ্গে থাকছে দেশের মধ্যে ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা। বিশেষ করে যাঁরা বেশি ডেটা ব্যবহার করেন, তাঁদের জন্য এই প্ল্যানটি হবে উপকারী।

আনলিমিটেড 5G ডেটার সুবিধা

5G স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্ল্যানটিতে রয়েছে বড় সুবিধা। প্রতিদিনের ডেটা কোটার পাশাপাশি তাঁরা পাবেন আনলিমিটেড 5G ডেটা অ্যাক্সেস। ফলে OTT প্ল্যাটফর্মে সিনেমা, সিরিজ বা লাইভ স্পোর্টস দেখা আরও সহজ হবে।

অতিরিক্ত সাবস্ক্রিপশন ও বেনিফিট

এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা পাবেন আরও বেশ কিছু ডিজিটাল সুবিধা। এর মধ্যে রয়েছে—

  • 28 দিনের জন্য JioHotstar Mobile Edition অ্যাক্সেস

  • 30GB Google One স্টোরেজ

  • Airtel Xstream Play সাবস্ক্রিপশন

  • 1 বছরের জন্য Perplexity AI অ্যাক্সেস

এছাড়াও সব মিলিয়ে এটি এক সম্পূর্ণ প্যাকেজ, যেখানে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি গ্রাহকরা ডিজিটাল কনটেন্ট ও স্মার্ট স্টোরেজের সুবিধাও একসঙ্গে পাবেন।

দাম কত?

এয়ারটেলের এই প্রিপেইড প্ল্যানের মূল্য রাখা হয়েছে 479। অর্থাৎ 28 দিনের জন্য প্রতিদিন খরচ হবে প্রায় 16 টাকা। যদিও এটি সাধারণ রিচার্জ প্ল্যানের তুলনায় কিছুটা বেশি দামী, কিন্তু ডেটা-নির্ভর ব্যবহারকারীদের জন্য এই অফারটি কার্যত লাভজনক।

এয়ারটেলের এই নতুন রিচার্জ প্ল্যান গ্রাহকদের আরও বেশি ডেটা ব্যবহারের স্বাধীনতা দিচ্ছে। OTT দেখা, গেম খেলা, অফিসিয়াল কাজ বা অনলাইন পড়াশোনা—সব ক্ষেত্রেই এটি হতে পারে একটি সাশ্রয়ী সমাধান। আনলিমিটেড 5G ডেটা, ফ্রি সাবস্ক্রিপশন এবং যুক্তিসঙ্গত খরচের কারণে এই প্ল্যান ইতিমধ্যেই বাজারে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।