Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কম টাকায় ৩৬৫ দিনের ইন্টারনেট ডাটা পাবেন BSNL গ্রাহকরা, জানুন বিস্তারিত প্ল্যান সমন্ধে

Updated :  Wednesday, July 26, 2023 9:14 PM

BSNL তার গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে প্রতিদিন। এখানে আমরা আপনাকে BSNL-এর সবচেয়ে সস্তার প্ল্যান সম্পর্কে বলতে চলেছি, যেখানে আপনি সামান্য টাকায় ১২ মাসের মেয়াদ পাবেন। সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড তার কম টাকার প্ল্যানে বৈধতার সাথেও আরও অনেক সুবিধা দিচ্ছে। BSNL-এর এই প্ল্যানে আপনার পকেট খালি হবে না এবং আপনার ফোন চলতে থাকবে। আসুন জেনে নেই এই সুবিধাগুলির সম্পর্কে।

আসলে এই সরকারি টেলিকম সংস্থা অন্যান্য কোম্পানির সাথে টেক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজকাল এই কোম্পানি এমন রিচার্জ প্ল্যান আনছে যে তা টেক্কা দিতে পারে Jio বা Airtel কেও। BSNL-এর এই নতুন প্ল্যানের দাম ১৫১৫ টাকা। আপনি একবার যদি রিচার্জ করে নেন, তাহলে এক বছর আর কোনো চিন্তা থাকবে না। ১৫১৫ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতা পাবেন। এতে কি কি সুবিধা পাবেন আপনি?

১৫১৫ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতা পাবেন। এতে আপনি প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ডাটা পাবেন। যদি আপনার প্ল্যানের ডেটা শেষ হয়ে যায়, তাহলে ইন্টারনেট ৮০ Kbps গতিতে চলতে থাকবে। এছাড়াও এক বছরের জন্য পাওয়া যাবে আনলিমিটেড ফ্রি কলিং। এছাড়াও গ্রাহকরা প্রতিদিন পাবেন ১০০ টি এসএমএস। তাই এই অফার একদম মিস করবেন না।