Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অবিশ্বাস্য অফার, মাত্র ২,৩৫১ টাকায় কিনে ফেলুন Honda Activa 6G

Updated :  Wednesday, December 27, 2023 7:58 AM

এই মুহূর্তে যদি আপনি দুর্দান্ত একটি স্কুটার ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনার পছন্দের তালিকায় প্রথমেই যে স্কুটারটি থাকতে চলেছে সেটি হলো Honda Activa 6G। জাপানি এই সংস্থাটির স্কুটার তার অনন্য বৈশিষ্ট্যের জন্য ইতিমধ্যে গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে। আমরা আপনাদের বলি, বর্তমানে বাজারের সেরা এই স্কুটারটি মাত্র ২,৩৫১ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিভাবে এই স্কুটারটি ক্রয় করবেন তা জানার পূর্বে চলুন জেনে নেওয়া যাক বাজারের সেরা এই স্কুটারের দাম সম্পর্কে-

নিবন্ধের শুরুতে আমরা যদি Honda Activa 6G-এর H স্মার্ট ভেরিয়েন্টের এক্স-শোরুম দামের কথা বলি, তবে কোম্পানির তরফ থেকে ৮২,২৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। যা অন-রোড ৯৫,৩৬৯ টাকায় গিয়ে দাঁড়ায়। যদিও শহর এবং রাজ্য ভেদে এই দামের কিছুটা তারতম্য লক্ষ্য করা যেতে পারে। যদি আমরা Honda Activa 6G-এর মূল্য ৯৭,০০০ টাকা ধরি, তবে আজ এই পরিকল্পনাটি আপনার জন্য হয়ে উঠতে পারে সময়ের সেরা বিকল্প।

যারা চলতি বছর শেষ হওয়ার পূর্বে বাড়িতে নতুন স্কুটার নিয়ে আসতে চান, এই অফারটি সম্পূর্ণ তাদের জন্য। আমরা আপনাদের বলি, ৯৭,০০০ টাকার Honda Activa 6G-এর H স্মার্ট ভেরিয়েন্ট স্কুটারটি বর্তমানে ২৭,৬০০ জমা করলেই পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, এর পরবর্তী টাকা আপনি সহজ কিস্তির মাধ্যমে পরিশোধ করার সুযোগ পাবেন। বাকি থাকা ৬৯,৪০০ টাকা আপনি ব্যাংক থেকে ১২% সুদের হারে লোন নিতে পারেন। বাকি টাকা আপনি মাসিক ২,৩৫১ কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন। এর জন্য আপনাকে তিন বছরে অতিরিক্ত ১৫,২৩৫ টাকা সুদ প্রদান করতে হবে। অর্থাৎ একবারেই সহজ কিস্তিতে স্বপ্ন পূরণ হবে আপনার।