আপনি যদি ভারতীয় নাগরিক হন তবে নিঃসন্দেহে জীবনের কোন না কোন ক্ষেত্রে ভারতীয় রেলের যাত্রা উপভোগ করেছেন। লোকাল ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস ট্রেনেও চড়ার অভিজ্ঞতা রয়েছে আপনাদের। যদিও সেই অভিজ্ঞতা কিছুটা হলেও তিক্ত। কারণ, প্রতিদিন ভারতের বিশাল সংখ্যক নাগরিক রেলের সুবিধা গ্রহণ করে থাকেন যে, সংরক্ষিত আসন জোটে না অনেকের কপালে। ফলে ভারতীয় রেলে যাত্রা করে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগেই নিজেদের ধৈর্য হারিয়ে ফেলেন অনেকে। আমরা আপনাদের বলি, বর্তমানে ভারতীয় রেল দৈনিক প্রায় ১৫ হাজার ট্রেন অপারেট করে। আর এই বিশাল সংখ্যক ট্রেনের মাধ্যমে প্রতিদিন প্রায় দুই কোটির বেশি মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছান।
তবে সাধারণ মানুষেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন দূরপাল্লার ট্রেনে যাত্রা করার সময়। দূরপাল্লার ট্রেনের সংখ্যা কম হওয়ার কারণে নির্দিষ্ট ট্রেনে সংরক্ষিত আসন পেতে সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। ফলে আরামদায়ক যাত্রার বদলে ভারতীয় রেলের প্রতি তিক্ত মনোভাব গড়ে ওঠে অনেকের। আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে ভারতীয় রেলে টিকিট বুকিং করার জন্য একাধিক উপায় রয়েছে। কাউন্টার থেকে সংরক্ষিত টিকিট কাটার পাশাপাশি IRCTC-র ওয়েবসাইট থেকেও টিকিট সংরক্ষণ করতে পারেন যাত্রীরা। তবে বিভিন্ন এজেন্টের কারণে সাধারণ যাত্রীরা টিকিট বুকিং করার সময় সমস্যার সম্মুখীন হন। হাই কোয়ালিটির সফটওয়্যার ব্যবহার করে এজেন্টরা মুহূর্তের মধ্যে সমস্ত টিকিট বুকিং করে ফেলেন। ফলে প্রয়োজন থাকলেও নিজেদের পছন্দমত ট্রেনে ভ্রমণ করতে পারেন না অনেকেই।
তবে আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য ভারতীয় রেলের এমন একটি অজানা তথ্য শেয়ার করতে চলেছি, যেটি রেলে ভ্রমণকারী নিত্য যাত্রীদের মধ্যেও মধ্যেও অনেকেই জানেন না। আপনারা কি জানেন, ট্রেন ছাড়ার ১০ মিনিট আগেও সংরক্ষিত আসন বুকিং করা যায়। আজ্ঞে হ্যাঁ, ভারতীয় রেলের নতুন নিয়ম অনুসারে যাত্রীরা চাইলে ট্রেন ছাড়ার ১০ মিনিট আগেও টিকিট বুকিং করতে পারেন। ট্রেনে যদি সিট ফাঁকা থাকে, তবেই এই নিয়ম প্রযোজ্য হবে। এই টিকিট আপনি ট্রেনের কাউন্টার কিংবা IRCTC-র ওয়েবসাইট থেকেও ক্রয় করতে পারেন। ভারতীয় রেলের এই সহজ নিয়ম জানা থাকলে তৎকাল টিকিট ক্রয়ের মত বিরাট খরচের হাত থেকে মুক্তি পেতে পারেন আপনি।














Vance-Sweeney 2028 Presidential Buzz Explodes Online — Fans Call It “Unbeatable Ticket”