Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

LPG Gas Cylinder Price: পুজোর মাসে দাম বাড়লো গ্যাস সিলিন্ডারের, জেনে নিন আপনার শহরে সিলিন্ডারের লেটেস্ট রেট

Updated :  Wednesday, October 2, 2024 6:30 PM

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে গ্যাস সিলিন্ডারের দামও বেড়ে চলেছে। এবার দুর্গাপুজোর মাসে মধ্যবিত্তদের টেনশন বাড়িয়ে আবার ১ অক্টোবর থেকে মূল্য বৃদ্ধি পেল এলপিজি গ্যাস সিলিন্ডারের। আপনাদের শহরে কত টাকা সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

৪৮ টাকা দাম বাড়লো গ্যাস সিলিন্ডারের

তিলোত্তমা কলকাতায় ১ অক্টোবর থেকে গ্যাস সিলিন্ডারের দাম ৪৮ টাকা বেড়েছে। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৮৫০.৫ টাকা। সেপ্টেম্বরে সেই দামটা ১,৮০২.৫ টাকা ছিল। অর্থাৎ পুজোর মাসে কলকাতায় ৪৮ টাকা বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। অন্যদিকে দেশের রাজধানী দিল্লিতেও কোপ পড়েছে মূল্য বৃদ্ধির। দিল্লিতে প্রতিটি সিলিন্ডারের জন্য এই মাসে ৪৮.৫ টাকা বেশি খরচ করতে হবে। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১,৭৪০ টাকা।

কলকাতায় কত টাকায় পাওয়া যাচ্ছে সিলিন্ডার?

এছাড়া দেশের অন্যতম প্রধান দুই মেট্রো শহর, মুম্বাই ও চেন্নাইতে বানিজ্যিক ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ৪৮.৫ টাকা ও ৪৮ টাকা বৃদ্ধি পেয়েছে। অক্টোবরে মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে ১,৬৯২.৫ টাকা খরচ পড়বে। আর চেন্নাইয়ে ১,৯০৩ টাকা খরচ করতে হবে। তবে এর মাঝে স্বস্তির খবর যে বাড়িতে ব্যবহার করা ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এই মাসে বৃদ্ধি পায়নি। চলতি বছরের মার্চ মাস থেকে ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় মাত্র ৮২৯ টাকায় ১৪.২ কেজির সিলিন্ডার পাওয়া যাবে। উল্লেখ্য, উজ্জ্বলা যোজনার অন্তর্গত হলে আরও কম দামে গ্যাস সিলিন্ডার কেনা যাবে।