ভারতীয় পরিবারের কাছে এক সময়কার প্রিয় নাম ছিল Maruti Omni। সাত সিটারের এই জনপ্রিয় গাড়ি দীর্ঘদিন ধরে রাস্তায় রাজত্ব করেছে। কিন্তু কিছু বছর আগে কোম্পানি গাড়িটি বাজার থেকে তুলে নেয় এবং তার পরিবর্তে Maruti Eeco-কে লঞ্চ করে। এবার আবারও যাত্রীদের চাহিদা মাথায় রেখে নতুন রূপে হাজির হল New Maruti Suzuki Omni।
নতুন ডিজাইন ও স্টাইলিশ ফিচার
নতুন ওমনি গাড়ির ডিজাইনে আনা হয়েছে বড়সড় পরিবর্তন। নিরাপত্তা ও আধুনিকতার ওপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এর বাহ্যিক কাঠামো। সামনে রয়েছে ইউনিক হেডল্যাম্প ডিজাইন, সিল্ক গ্রিল, হোয়াইট টেল লাইট এবং হাই-মাউন্টেড স্টপ ল্যাম্প। ভেতরে দেওয়া হয়েছে ডুয়াল-টোন ড্যাশবোর্ড ও উন্নত স্টিয়ারিং কমফোর্ট।
আধুনিক প্রযুক্তি ও স্মার্ট কানেক্টিভিটি
যাত্রীদের সুবিধার জন্য গাড়িতে রয়েছে একাধিক স্মার্ট ফিচার—
৭ ইঞ্চির ডিজিটাল ইনফোটেইনমেন্ট টাচ স্ক্রিন
Apple CarPlay ও Android Auto সাপোর্ট
ব্লুটুথ কানেক্টিভিটি ও ইউএসবি চার্জিং পোর্ট
কল ও মেসেজ অ্যালার্ট সিস্টেম
ডিজিটাল স্পিডোমিটার
রিভার্স পার্কিং সেন্সর ক্যামেরা ও ৩৬০ ডিগ্রি ক্যামেরা
ভয়েস কমান্ড ন্যাভিগেশন সাপোর্ট
স্মার্ট লক সিস্টেম
নিরাপত্তার জন্য রয়েছে ৬টি এয়ারব্যাগ, ABS (Anti-lock Braking System) এবং উন্নত ব্রেকিং প্রযুক্তি।
ইঞ্জিন ও পারফরম্যান্স
এই গাড়িতে রয়েছে ৯৯৯ সিসি ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যা প্রায় ৪০ bhp পাওয়ার এবং সর্বাধিক ৬৫ Nm টর্ক উৎপন্ন করে। BS6 Phase 2 নির্ভর এই ইঞ্জিন অনেক কম জ্বালানি খরচ করে। কোম্পানির দাবি, গাড়িটি প্রতি লিটার পেট্রোলে প্রায় ৩৫ কিমি মাইলেজ দিতে সক্ষম। সর্বাধিক গতি ঘণ্টায় ১২০ কিমি পর্যন্ত।
দাম ও প্রাপ্যতা
নতুন Maruti Omni গাড়ির দাম ভারতীয় বাজারে শুরু হয়েছে মাত্র ২ লক্ষ থেকে। এর টপ ভ্যারিয়েন্টের দাম প্রায় ₹৩ লক্ষ পর্যন্ত পৌঁছবে। গ্রাহকেরা চাইলে লোন বা কম ডাউন পেমেন্ট দিয়েও গাড়িটি কিনতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় শোরুমে যোগাযোগ করা যেতে পারে।
কেন ওমনি আবার জনপ্রিয় হতে পারে
নতুন প্রজন্মের যাত্রীদের জন্য স্টাইল, সাশ্রয়ী ভাড়া, উচ্চ মাইলেজ আর নিরাপত্তার নিশ্চয়তা মিলিয়ে Maruti Omni আবারও জনপ্রিয় হয়ে উঠতে পারে। একসময়ের প্রিয় পারিবারিক গাড়ি নতুন চেহারায় ফের বাজার মাতানোর অপেক্ষায়।














