Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হ্যাচব্যাক সেগমেন্টে Baleno কে টেক্কা দিচ্ছে Tata Altroz, এখন কিনে নিন মাত্র ৫ লাখ টাকায়

Updated :  Tuesday, August 22, 2023 10:59 AM

বাজেট মূল্যের গাড়ির কথা বললে যে কোম্পানির নাম ভারতীয় মার্কেটে প্রথমে উঠে আসে তা হল মারুতি সুজুকি। এই কোম্পানির অল্টো, ওয়াগনার থেকে শুরু করে সুইফ্ট, বেলেনো পর্যন্ত সব গাড়ি হটকেক ভারতীয় মার্কেটে। হ্যাচব্যাক গাড়ির তালিকায় এই মারুতি সুজুকি Baleno ব্যাপক জনপ্রিয় দীর্ঘদিন ধরেই। তবে বর্তমানে ভারতীয় গ্রাহকরা গাড়ি কেনার আগে সেফটি রেটিং দেখতে চাইছেন। তাই নতুন করে ভারতীয় নতুন প্রজন্মের পছন্দের কোম্পানি হচ্ছে Tata। এই দেশীয় কোম্পানির একাধিক গাড়ি এখন জনপ্রিয়তার শীর্ষে। হ্যাচব্যাক সেগমেন্টের কথা বললে Tata Altroz সকলের পছন্দ হচ্ছে।

দেশীয় কোম্পানি Tata তাদের গ্রাহকদের কথা ভেবেই আজকাল নতুন নতুন গাড়ি বাজারে আনছে। এই Altroz শেষ বছর থেকে রীতিমত ভারতীয় মার্কেটে রাজত্ব করছে। এই গাড়িতে একদিকে রয়েছে শক্তিশালী ইঞ্জিন, তো অন্যদিকে আছে বর্তমান প্রজন্মের সাথে পাল্লা দেওয়া নতুন নতুন প্রযুক্তি। আর গাড়ির লুক যে অনবদ্য তা বলার দরকার পড়ে না। এই গাড়ির এক্স শোরুম মূল্য শুরু ৬.৩৪ লাখ টাকা থেকে শুরু। এর টপ মডেলের দাম প্রায় ৯.৯৯ লাখ টাকা। আপনার কাছে যদি এইমুহুর্তে এত বাজেট না থাকে, তাহলে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখতে পারেন। শুধুমাত্র আপনার জন্য এই প্রতিবেদনে আমরা অনলাইন ওয়েবসাইটে উপলব্ধ এমন কয়েকটি Tata Altroz সমন্ধে জানাবো।

CARWALE নামক ওয়েবসাইটে ২০২০ মডেলের একটি Tata Altroz উপলব্ধ রয়েছে। এই গাড়িটি দিল্লিতে রেজিস্টার করা। গাড়িটি মাত্র ৫৫ হাজার কিমি চলেছে। এই গাড়িটি আপনি মাত্র ৫.৭৫ লাখ টাকায় কিনতে পারবেন। অন্যদিকে, OLX এ একটি ২০২১ সালের গাড়ি আছে যা আপনি মাত্র ৫.৬১ লাখ টাকায় কিনতে পারবেন। আর DROOM ওয়েবসাইট আপনি পুরানো Tata Altroz ​​মডেলের উপর চমৎকার ডিল পাবেন। এখানে আপনি এই গাড়ির ২০২১ মডেলটি কিনতে পারেন। এই গাড়িটি হরিয়ানা রাজ্যে রেজিস্টার করানো। মাত্র ৩৮ হাজার কিমি চলেছে এই গাড়ি। ৫.৪৫ লাখ টাকায় এই গাড়ি বাড়ি নিয়ে আসতে পারবেন আপনি।