Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাজার শেষ Oppo-Vivo-র, 24GB RAM সহ দুর্দান্ত ফোন লঞ্চ করল Honor

Updated :  Monday, December 25, 2023 11:32 AM

এই মুহূর্তে যদি আপনি দুর্দান্ত একটি স্মার্টফোন ক্রয় করতে চান, তবে আজকের নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন। কারণ আজকের নিবন্ধটি সম্পূর্ণ পড়ার পর আমরা নিশ্চিত, আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। বিগত কয়েকদিন ধরে এমনিতেই বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছিল, MI-Oppo-Vivo সহ একাধিক কোম্পানিকে টেক্কা দিতে নিজেদের সেরা ফোন নিয়ে হাজির হতে চলেছে Honor। তবে কবে নাগাদ এই ফোনটি লঞ্চ করা হবে তা নিয়ে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। আমরা আপনাদের বলে রাখি, সম্প্রতি চিনার বাজারে Honor 90 GT নামে ফোনটি লঞ্চ করেছে সংস্থাটি।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Honor 90 GT স্মার্টফোনটি তাদের 80 GT ফোনের উত্তরসূরি। যা একাধিক চোখ ধাঁধানো বৈশিষ্ট্যের সাথে চিনের বাজারে লঞ্চ করা হয়েছে। তবে শক্তিশালী এই স্মার্টফোনটি পেতে হলে ভারতীয়দের আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, নতুন Honor 90 GT স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য এবং দাম সম্পর্কে-

প্রথমেই যদি ফোনটির ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে ৬.৬ ইঞ্চি ১.৫কে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩৮৪০ হার্জ পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করতে সক্ষম। পাশাপাশি শক্তিশালী এই স্মার্টফোনটির পারফরমেন্স অন্যান্য ফোনের তুলনায় ভালো করার উদ্দেশ্যে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহার করেছে সংস্থাটি। যদি ক্যামেরার কথা বলি, সেক্ষেত্রে এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি সেন্সরও পাবেন গ্রাহকরা।

আমরা আপনাদের বলি, Honor 90 GT স্মার্ট ফোনটি বিশ্ব বাজারে ৩টি কালারে উপলব্ধ রয়েছে। আপনি চাইলে ব্ল্যাক, গোল্ড এবং বিশেষ জিটি-ব্লু বিকল্পের মধ্যে যেকোনো একটি কালার বেছে নিতে পারেন। যদি শক্তিশালী এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে 12GB + 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,০০০ টাকা। 16GB+ 256 GB স্টোরেজ এবং 16GB + 512 GB স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ৩৪,৬০০ টাকা এবং ৩৮,২০০ টাকা। যতদূর জানা যাচ্ছে, শক্তিশালী এই স্মার্টফোনটি 24GB+ 1TB স্টোরেজের সাথেও লাঞ্চ করা হতে পারে।