প্রারম্ভিক মূল্য 32 লক্ষ টাকার কাছাকাছি শুরু হওয়া স্বপ্নের গাড়ি Toyota Fortuner মাত্র 15 লাখে কেনার দুর্দান্ত সুযোগ। সুযোগটি কাজে লাগাতে হলে আজকের এই নিবন্ধটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, Toyota Fortuner কে ভারতের সবচেয়ে আক্রমণাত্মক গাড়িগুলির মধ্যে একটি মনে করা হয়। দুর্দান্ত এই গাড়িটি কেনার স্বপ্ন অনেকের থাকলেও উচ্চমূল্যের কারণে সেই স্বপ্ন পূরণ করা অসম্ভব হয়ে ওঠে সাধারণ মানুষের জন্য। আর সেই কারণে আজ আমরা আপনাদের দুর্দান্ত একটি অফার সম্পর্কে জানাতে চলেছি। যে অফারের অধীনে মাত্র 15 লাখ টাকায় স্বপ্নের গাড়ি ক্রয় করতে পারবেন আপনি।
প্রথমে আমরা আপনাদের বলি যে, জাপানি গাড়ি গাড়ি নির্মাণ সংস্থার Toyota Fortuner গাড়ির প্রারম্ভিক মূল্য ভারতের বাজারে 32 লাখ থেকে শুরু করে 50 লাখ টাকা পর্যন্ত হয়। শুধু তাই নয়, গাড়িটি বুকিং করার পরেও ডেলিভারি পেতে বেশ কয়েক মাস অপেক্ষা করতে হয় গ্রাহকদের। তবে আজ আমরা আপনাদের যে গাড়িগুলির সম্পর্কে পরিচয় করিয়ে দিতে চলেছি, সেগুলি ডেলিভারি পেতে অপেক্ষা করতে হবে না এক মুহূর্তও। আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রয়ের ওয়েবসাইটে (CarWale) Toyota Fortuner-র দুটি গাড়ির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যার বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে 15 লাখ টাকার কাছাকাছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Toyota Fortuner 3.0 4×2 AT 2015: এই তালিকায় সবচেয়ে সস্তায় 2015 সালের একটি Toyota Fortuner গাড়ির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গাড়িটি দিল্লির নাম্বারে নিবন্ধ করা রয়েছে। বিক্রেতার তরফ থেকে জানানো হয়েছে, গাড়িটি সর্বমোট 1,17000 কিলোমিটার রাস্তা চলেছে এবং গাড়িটির জন্য 14.5 লাখ টাকা দাম চেয়েছেন ওই বিক্রেতা।

Toyota Fortuner 3.0 4×2 AT 2015: তালিকায় দ্বিতীয় গাড়ি হিসেবে ওই একই মডেলের আরও একটি গাড়ির নাম নিবন্ধ করা হয়েছে। 2015 সালের গাড়িটি দিল্লির নম্বরে নিবন্ধ হওয়ার পাশাপাশি সর্বমোট 85,000 কিলোমিটার রাস্তা চলেছে। গাড়িটির জন্য এর মালিক 15.25 লাখ টাকা দাম চেয়েছেন।














Talanoa Hufanga: Broncos Defense Will Decide Week 10 vs Raiders