ঘরে বসেই কামিয়ে নিন প্রতি মাসে ৫৯,০০০ টাকা, দেখুন এসবিআই-য়ের অসাধারণ এই অফার
এই অফারে আপনারা নিজের জমি ব্যবহার করেই কামাতে পারবেন মোটা টাকা
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই মুহূর্তে ভারতের সবথেকে বড়ো পাবলিক সেক্টর ব্যাংক। এই ব্যাংক ভারতে ব্যাপকভাবে জনপ্রিয় এবং এই ব্যাংকটিতেই ভারতের সবথেকে বেশি মানুষ নিজের অ্যাকাউন্ট চালান। আজকের দিনে দাড়িয়ে প্রায় সবার কাছেই ব্যাংক হিসাবে প্রথম পছন্দ SBI। এই ব্যাংকের মাধ্যমে আপনি নানা ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেইসব অ্যাকাউন্টে এই ব্যাংক অফার করে দারুন সুদের হার। তার পাশাপাশি সুরক্ষার দিক থেকেও এই ব্যাংকের জুড়ি মেলা ভার। তবে আপনি কি জানেন, স্টেট ব্যাংক এই মুহূর্তে ভারতের সাধারণ মানুষের জন্য এমন একটি স্কিম নিয়ে এসেছে, যার দৌলতে আপনি বাড়িতে বসেই এই স্টেট ব্যাংকের মাধ্যমে মাসে ৫৯,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত কামাতে পারবেন।
আপনার কাছে যদি এই ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে, তাহলেও আপনি এই টাকা রোজগার করতে পারবেন। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে নিজের জমি। চলুন বিস্তারে জেনে নেওয়া যাক। আসলে SBI এমন একটি অফার নিয়ে এসেছে যেখানে আপনি SBI এর ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করে প্রতি মাসে কামাতে পারবেন ব্যাপক টাকা। যদি আপনার কেনা জমি একটি জনবহুল জায়গায় থাকে, রাস্তার উপরে থাকে এবং আপনার আশে পাশের মানুষ ATM ব্যবহার করেন তাহলেই আপনার আমদানি বাড়বে বহুগুণে। আর এতে আপনাকে অতিরিক্ত ঝুঁকিও নিতে হবে না।
দেশের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক এসবিআই এই মুহূর্তে তাদের এটিএম ফ্রাঞ্চাইজি বিক্রি করার একটা বিশেষ স্কিম নিয়ে হাজির হয়েছে। আপনি যদি এই এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি গ্রহণ করেন এবং নিজের খালি জমিতে একটি এসবিআই এটিএম স্থাপন করেন তাহলে, সেই এসবিআই এটিএম থেকে যত পরিমান ট্রানজাকশন হবে, সেই অনুযায়ী আপনি কিছু টাকা কমিশন পেতে পারেন। এই এসবিআই এটিএম থেকে রোজগার প্রতি মাসে মোটামুটি ৬০ হাজার টাকার কাছাকাছি হতে পারে। অর্থাৎ প্রতি বছরে আপনার আয় হবে মোটামুটি ৭ লাখ ২০ হাজার টাকা মত। বেশ কিছু কোম্পানিকে এই মুহূর্তে এটিএম ফ্রাঞ্চাইজি স্থাপন করার টেন্ডার দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই সমস্ত কোম্পানির টেন্ডার গ্রহণ করেই আপনি নিজের জমিতে এসবিআই এটিএম স্থাপন করতে পারেন।
এই এসবিআই এটিএম তৈরি করতে কি কি প্রয়োজন?
১. এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি গ্রহণ করতে হলে আপনার কাছে নূন্যতম ৫০ থেকে ৮০ বর্গফুটের জমি থাকতে হবে।
২. অন্য স্টেট ব্যাংক এটিএম থেকে দূরত্ব হতে হবে কম করে হলেও ১০০ মিটার বা তার কিছু বেশি।
৩. জমিটি থাকতে হবে একেবারে গ্রাউন্ড ফ্লোরে এবং সেই জায়গাটির দৃশ্যমান্যতা ভালো হতে হবে।
৪. আপনার এটিএম যে জায়গায় রয়েছে, সেখানে ২৪ ঘন্টা বিদ্যুত থাকতে হবে এবং এক কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট বিদ্যুতের কানেকশন থাকতে হবে।
৫. প্রতিদিন অন্তত ৩০০টি ট্রানজাকশন করার ক্ষমতা থাকতে হবে এই এটিএমে।