টেক বার্তাব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

REDMI কোম্পানির এই ফোনটি ONEPLUS-কেও হার মানায়, ২০০ mp ক্যামেরার সাথে ৮০০০ mAh ব্যাটারি

এই স্মার্টফোনটি এখন ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে

Advertisement

রেডমি কোম্পানিটি সম্প্রতি তাদের একটি নতুন স্মার্ট ফোন লঞ্চ করে দিয়েছে, যার নাম দেওয়া হয়েছে NOTE 13 pro max 5g। স্মার্টফোনে আপনি পাচ্ছেন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৮০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এই নতুন স্মার্টফোনে আপনি আরো কিছু ফিচার পাবেন যা হয়তো আপনি এর আগে অন্য কোন ফোনে পাননি। এই স্মার্ট ফোনে আপনার জন্য থাকছে একটি ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০X২৪০০ পিক্সেল। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এই ডিসপ্লে অত্যন্ত রঙিন এবং উজ্জ্বল যা ভিডিও এবং গেম খেলার জন্য অত্যন্ত আদর্শ।

মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর থাকছে এই নতুন স্মার্টফোনে। এই নতুন প্রসেসর টি যে কোন কাজ সাবলীল ভাবে চালাতে সক্ষম। খুব ভালোভাবে গেমিং করা সম্ভব এই স্মার্টফোনে। এই স্মার্ট ফোনে আপনারা পাচ্ছেন ৮ জিবি ৱ্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যেতে পারে। ফটোগ্রাফির জন্য রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়া ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা রয়েছে।

এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন ৮০০০ mAh ব্যাটারি যা একবার চার্জ দিলে সারাদিন চলে যাবে। এই স্মার্টফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। স্মার্টফোনের বর্তমান দাম ১৩,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। আপনার যদি এখনই একটা ফোনের প্রয়োজন হয় তাহলে এটা আপনার জন্য সবথেকে ভালো অপশন হতে চলেছে।

Related Articles

Back to top button