Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সরকারি কর্মীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতার পর এবার HRA বাড়লো ৩ শতাংশ – GOVERMENT HRA HIKE

কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে বেতন বেড়েছিল কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। আর এবারে মহার্ঘ ভাতার সাথে সাথেই বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ…

Avatar

কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে বেতন বেড়েছিল কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। আর এবারে মহার্ঘ ভাতার সাথে সাথেই বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউজ রেন্ট এলাউন্স বৃদ্ধি করার প্রস্তুতি নেওয়া হবে বলে জানা গিয়েছে। ২০২৩ সালের দীপাবলি উপলক্ষে এই বড় উপহার পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। ইতিমধ্যেই ৪৬ শতাংশ DA তারা পাচ্ছেন। তার মধ্যে আবার এই বড় ঘোষণার পরে স্বভাবতই অনেকটা খুশি কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা।

DoPT এর একটি নোটিশ অনুযায়ী, মহার্ঘ ভাতা বৃদ্ধির পরেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই হাউস রেন্ট এলাউন্স বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন শহর অনুযায়ী আলাদা আলাদা ভাবে এই ভাতা নির্ধারিত হবে। যদি কোন ব্যক্তি শহরে থাকেন তাহলে তিনি কিছুটা বেশি পাবেন এই ভাতা। ধরা যাক, কোন একজন ব্যক্তি মেট্রো শহরে থাকছেন। সেই কারণে তিনি পাচ্ছেন ২৭ শতাংশ HRA। নন মেট্রো শহরে থাকলে সেই ব্যক্তি পেয়ে যাচ্ছেন ১৮ শতাংশ HRA। সঙ্গে যদি কোন ব্যক্তি গ্রামের দিকে থাকেন তাহলে তিনি পেয়ে যাচ্ছেন ৯ শতাংশ HRA।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানুয়ারি মাসে এই ভাতা আবার পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত তিন শতাংশ HRA বৃদ্ধি করেছে সরকার। এই মুহূর্তে HRA হিসাব করলে একজন সরকারি কর্মচারী পেয়ে যাচ্ছেন সর্বাধিক ২৭ শতাংশ HRA। আগামী জানুয়ারিতে যদি আরও ৩ শতাংশ HRA বৃদ্ধি হয়, তাহলে সেই ব্যক্তি পেয়ে যাবেন ৩০ শতাংশ এইচআরএ। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সময়ে এখন বলতে গেলে বেশ ভালই চলছে।

About Author