Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Electricity Bill: লাফিয়ে লাফিয়ে কম হবে বিদ্যুতের বিল, এই ছোট্ট কাজ করলে বাঁচবে আপনার মোটা টাকা

Updated :  Saturday, March 23, 2024 10:25 PM

বর্তমানে বিদ্যুতের দাম আগের থেকে অনেকটাই বেশি হয়ে গেছে এবং সেই কারণে বিদ্যুৎ বিল নিয়ে এখন অনেকেই বেশ সমস্যায় রয়েছেন। প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে বিদ্যুতের বিল। এখন সকলের বাড়িতে ইলেকট্রনিক জিনিসপত্র বেড়ে গেছে এবং সেই কারণে এখন সবার বাড়িতেই ইলেকট্রিক বিল বেশি আসে। ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ফ্যান থেকে শুরু করে সবকিছু বিদ্যুতে চলে এবং এই সমস্ত জিনিস বেশি থাকার কারণে এখন বিদ্যুতের বিল সব জায়গাতেই বেশি আসে। শীতকালে একটু কম বিল এলেও গরমকালে এত বেশি বিল আসে যে মাথায় হাত পড়ে যায় মধ্যবিত্তদের। তবে এর থেকে বাঁচার দুটি সহজ উপায় রয়েছে যার মাধ্যমে আপনি আপনার বাড়ির বিদ্যুৎ বিল অর্ধেক করে ফেলতে পারেন।

প্রথমত, গরমকালে দিনরাত ফ্রিজ চলে এবং সেই কারণে গরমকালে আপনি ফ্রিজ বন্ধ রাখতে পারবেন না। কিন্তু যদি ফ্রিজের দরজা যদি আপনি সবসময় বন্ধ রাখেন এবং খাবারদাবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে যদি ফ্রিজ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন তাহলে কিছুটা হলেও বিদ্যুৎ বিল আপনার বেঁচে যাবে।

দ্বিতীয়তঃ, রাতে এসি চালানোর সময় সঠিক তাপমাত্রা যদি আপনি সেট করেন তাহলে বিল অনেকটা কম আসে। আপনি তাপমাত্রা যতো কমাবেন তত কিন্তু বিদ্যুতের বেশি খরচ হতে থাকবে। তাই আপনি যত বেশি তাপমাত্রা সেট করবেন তত বেশি বিল আসবে। তাই এসির তাপমাত্রা খুব একটা বেশি না কমালে আপনার সুবিধা হবে। যদি আপনি ২৪ ডিগ্রি সেলসিয়াস এসি সেট করে রাখেন তাহলে বিদ্যুৎ বিল অনেকটা কম আসবে। আরো একটা টিপস হল বেশি যদি সারারাত চলে তাহলে ঘরে এমনিতেই প্রচণ্ড ঠাণ্ডা হয়ে যায়। সেই কারণে ভোরের দিকে এসি পুরোপুরিভাবে বন্ধ করে দিন। তাহলে আপনার বিদ্যুতের বিল সাশ্রয় হয়ে যাবে।