মুদ্রাস্ফীতির বাজারে এবারে স্বস্তিতে রান্না করার সুযোগ! গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে অন্যতম। কিন্তু, আজকের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা সাধারণ মানুষের জন্য চরম বিপদজনক। তবে, চিন্তা নেই! এই মুহূর্তে রয়েছে আপনার জন্য সুখবর। এবার বাড়িতে বসেই গ্যাস বুকিং করলে পাবেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কিন্তু এই অসম্ভব বিষয়টা সম্ভব হচ্ছে কিভাবে? এই মুহূর্তে PayTm ভারতের অন্যতম একটি অ্যাপ হয়ে উঠছে যেকোনো ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে। আজকের ডিজিটাল যুগে, সব সমাধানই হাতের মুঠোয়। বিভিন্ন অ্যাপের মাধ্যমেই এখন সম্ভব সবকিছু। গ্যাস বুকিংও এর ব্যতিক্রম নয়।
পেটিএম-এর অফার
পেটিএম, শুধুমাত্র টাকা লেনদেন ও রিচার্জের জন্যই নয়, এখন গ্যাস বুকিংয়ের জন্যও জনপ্রিয়। অ্যাপে আলাদা সেকশনে গ্যাস বুকিংয়ের সুযোগ রয়েছে। অনেকেই ভাবেন, ক্যাশব্যাক শুধু রিচার্জের ক্ষেত্রেই পাওয়া যায়। কিন্তু, অনেকেই জানেন না যে, গ্যাস বুকিংয়েও ক্যাশব্যাক দেয় পেটিএম।
কীভাবে পাবেন ক্যাশব্যাক?
১. পেটিএম সম্প্রতি একটি নতুন অফার চালু করেছে। এই অফারের মাধ্যমে আপনি পেতে পারেন ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
২. এই অফারটি প্রযোজ্য বিভিন্ন বিল পেমেন্টের ক্ষেত্রে।
১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে হলে আপনাকে অবশ্যই মোবাইল/DTH রিচার্জ, বিদ্যুৎ বিল অথবা গ্যাস সিলিন্ডার বুক করতে হবে।
৩. বিভিন্ন ব্যবহারকারীর জন্য ক্যাশব্যাকের পরিমাণ ভিন্ন হতে পারে।
৪. তবে, ক্যাশব্যাক পেতে হলে অবশ্যই ৪৮ টাকা বা তার বেশি মূল্যের পেমেন্ট করতে হবে।
৫. গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে, সাধারণত মোটা টাকার অপচয় হয়। তাই, এই অফারটি আপনার জন্য বেশ লাভজনক হতে পারে।
৬. সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এই ক্যাশব্যাক সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
মুদ্রাস্ফীতির চাপেও রান্নার খরচ কমাতে এই অফারটি আপনার জন্য বেশ সহায়ক হতে পারে। তাহলে দেরি না করে আজই পেটিএম অ্যাপ ডাউনলোড করে গ্যাস বুক করুন এবং ক্যাশব্যাকের সুযোগ উপভোগ করুন!














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases