Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ৭২ হাজার টাকায় ভারতের বাজারে লঞ্চ হল এই নতুন বাইক, পেয়ে যাবেন দুর্দান্ত বৈশিষ্ট্য এবং মাইলেজ

Updated :  Saturday, September 7, 2024 10:21 AM

সর্বোচ্চ মাইলেজ প্রদানকারী বাইকের তালিকায় সব থেকে আগে যে সমস্ত বাইক রয়েছে ভারতের বাজারে তার মধ্যে অন্যতম হলো বাজাজ কোম্পানির বাইক। বাজাজ কোম্পানির সমস্ত বাইকের মধ্যে সবথেকে বেশি মাইলেজ প্রদানকারী বাইক হল বাজাজ প্লাটিনা ১১০। সর্বনিম্ন দাম এবং সেরা মাইলেজ এর কারণে ভারতের মানুষজন এই বাইকটিকে খুবই পছন্দ করেন। মাত্র ৭২ হাজার টাকায় এই বাইকটি আপনি পেতে পারেন এবং এই বাইকের ২০২৩ সালের মডেলের জনপ্রিয়তা এখন ভারতে তুখোড় । এই বাইকের বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই বছর। চলুন তাহলে এই বাইকের ২০২৩ সালের মডেলের কিছু স্পেসিফিকেশন এবং অন্যান্য কিছু বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক।

বাজাজ প্লাটিনা ১১০ Abs বাইকের স্পেসিফিকেশন

বাজাজ কোম্পানির এই নতুন বাইক ২০২৩ সালের বাজাজ প্লাটিনা ১১০ abs এখনো পর্যন্ত bajaj কোম্পানির সবথেকে জনপ্রিয় বাইকের তালিকায় রয়েছে। এই মোটরসাইকেলের জনপ্রিয়তা বেশি হওয়ার মূল কারণ হলো, কম দামে ভালো ফিচার। এই বাইকে আপনারা একটি ডে নাইট রানিং লাইট পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে ফুল লাইটিং ইন্ডিকেটর এবং ডিজিটাল স্পিডোমিটার। এই বাইকে হ্যালোজেন হ্যান্ড ল্যাম্প, টেললাইট, এবং কালো রঙের ম্যাক্স মেটাল হুইল দেওয়া হয়েছে। দীর্ঘযাত্রায় ভালো সুবিধা প্রদান করার জন্য এই বাইকে রয়েছে অ্যান্টী লক বেকিং সিস্টেম। এছাড়াও ফ্রন্টে আপনি পেয়ে যাবেন ডিস্ক ব্রেক। এবং পিছন দিকে রয়েছে ড্রাম ব্রেক সিস্টেম। ফলে ব্রেকিং সিস্টেমের দিকে কোন রকম কমতি রাখা হয়নি।

ইঞ্জিন এবং অন্যান্য বৈশিষ্ট্য

এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ১১৫ সিসি শক্তিশালী ইঞ্জিন। এই বাইক ওজনের দিক থেকেও খুব ভালো। এই বাইকটিতে রয়েছে একটি চার সিলিন্ডার ইঞ্জিন। এই বাইকের দাম মাত্র ৭২ হাজার টাকা হলেও, এই বাইকটিতে কিন্তু আপনি ঘন্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন। এছাড়াও আপনারা পেয়ে যাবেন অন্যান্য অনেক বৈশিষ্ট্য। হোন্ডা এবং টিভিএস কোম্পানির অন্যান্য বাইকগুলোর তুলনায় এখানে মাইলেজ অনেক বেশি। যদিও রাইডিং এক্সপেরিয়েন্স হয়তো ২৫০ কিংবা ৪০০ সিসির বাইকের মতো হবেনা, কিন্তু আপনি কম টাকা খরচ করে অনেকটা দূরত্ব কভার করতে পারবেন এই বাইকে.