Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ট্রেনের থেকেও সস্তা এখন ফ্লাইটের ভাড়া, IndiGo দিচ্ছে মাত্র ১১১১ টাকায় ফ্লাইট বুকিংয়ের সুবিধা

Updated :  Thursday, November 14, 2024 10:11 PM

উৎসবের মৌসুম শেষ হতে না হতেই ইন্ডিগো এয়ারলাইন্স আবারো তাদের ফ্লাইট টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এয়ারলাইন গেটওয়ে সেল চালু করেছে indigo এয়ারলাইন। এখন আপনি বেশ সস্তায় ভারতের যে কোন জায়গায় ফ্লাইট টিকিট বুক করতে পারবেন বলে জানা যাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ জায়গাতে ১১১১ টাকা করে আপনি ফ্লাইট টিকিট বুক করতে পারবেন বলে জানা যাচ্ছে। এই নতুন অফারের ফলে, অনেক যাত্রী ইন্ডিগো এয়ারলাইন্সে টিকিট বুক করবেন বলে আশা করছে সংস্থা।

ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স ভারতের বাজারের সবথেকে বড় এয়ারলাইন্স জায়েন্ট। টাটা গ্রুপ ভিসতারা এবং এয়ার এশিয়া ইন্ডিয়াকে এয়ার ইন্ডিয়ার সাথে যুক্ত করে দেওয়ার পরে এখন এয়ার ইন্ডিয়া হয়ে উঠেছে ভারতের সবথেকে বড় এয়ারলাইনস জায়েন্ট। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মধ্যে বিমান চলাচল নিয়ে এখন বাজারে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। এই কারণেই ইন্ডিগো তাদের গ্রাহকদের আরো বেশি আকৃষ্ট করতে নতুন নতুন অফার নিয়ে আসছে প্রতিদিন। গেটওয়ে সেলের মাধ্যমে যাত্রীরা ১১ থেকে ১৩ নভেম্বর ২০২৪ এর মধ্যে টিকিট বুক করতে পারবেন। এর অধীনে যাত্রীরা ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল ২০২৫ এর মধ্যে টিকিট বুক করতে পারবেন ভ্রমণ করার জন্য।

এই অফার চলাকালীন সমস্ত ইন্ডিগো ফ্লাইট এর ভাড়া একমুখী ১১১১ টাকা থেকে শুরু হচ্ছে এবং আন্তর্জাতিক ফ্লাইট এর ভাড়া শুরু হচ্ছে ৪৫১১ টাকা থেকে। এয়ারলাইন অ্যাড-অনগুলির ওপরেও অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ রুটে স্ট্যান্ডার্ড সিট আপনি বুক করতে পারবেন মাত্র ১১১১ টাকায়। অর্থাৎ আপনি আপনার পছন্দের সিট বেছে নিতে পারবেন খুব সহজে। ইন্ডিগো গেটওয়ে সেল এর কারণে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার ঘোষণা করেছিল। আর এবারে এই অফার চালু করল ইন্ডিগো।