Cheapest 5G Smartphone: টেলিকম দুনিয়ায় আবার বিপ্লব, Jio এর হাত ধরে ভারতে আসছে সস্তায় 5G স্মার্টফোন
রিলায়েন্স জিও ভারতের অন্যতম বড় একটা টেলিকম কোম্পানি হয়ে উঠেছে
এটি মার্কিন কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে এবারে সস্তায় নতুন ফাইভ জি ফোন আনতে চলেছে রিলায়েন্স জিও। আপনি যদি আগামী কয়েক দিনের মধ্যে একটা নতুন 5g ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। খুব শীঘ্রই রিলায়েন্স জিও তাদের লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য সস্তায় ফাইভ জি স্মার্টফোন আনার প্রস্তুতি নিতে শুরু করেছে। মুকেশ আম্বানির সংস্থা এর জন্য বিভিন্ন প্রযুক্তি সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও খবর। জানা যাচ্ছে, এই স্মার্ট ফোনটি আসবে একটি মার্কিন কোম্পানির সাথে সহযোগিতায়। রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য সস্তায় যেরকম ফোরজি ইন্টারনেট অফার করে থাকে, ঠিক সেরকমই সস্তায় ৫জি ইন্টারনেট পাওয়া যাবে এই নতুন 5g ফোনে।
সারাদেশে ইতিমধ্যেই বেশিরভাগ এলাকায় ফাইভ-জি নেটওয়ার্ক ছড়িয়ে গিয়েছে রিলায়েন্স জিওর। কোম্পানি তার বেশিরভাগ রিচার্জ প্লানে গ্রাহকদের আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট অফার করছে। তবে এবারে এই নতুন 5g ফোন নিয়ে এসে সবাইকে চমকে দেবে কোম্পানি। মুকেশ আম্বানির এই সস্তা 5g ফোনটি কোটি কোটি গ্রাহকদের জন্য ভালো পরিষেবা প্রদান করবে।
ইতিমধ্যেই জিও এই প্রসঙ্গে একটি মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা শুরু করেছে। এই নতুন ফাইভ জি ফোন সম্পর্কে জিওর ভাইস প্রেসিডেন্ট সুনীল দত্ত বলছেন, ‘বর্তমানে আমরা সমস্ত স্মার্ট ফোন কোম্পানির সঙ্গে আলোচনা করছি। সস্তা ফাইভ জি ফোনে যাতে কোনরকম নেটওয়ার্কের সমস্যা না হয় তার জন্য, আমরা সমস্ত রকমের কোয়ালিটি চেক করব। আমরা জনপ্রিয় কোম্পানি কোয়ালকম এর সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে তারা ভারতের গ্রাহকদের জন্য একটা সস্তা চিপসেট তৈরি করতে পারে, যেখানে গ্রাহকরা ৫জি কানেক্টিভিটি পেয়ে যাবেন। আমরা ফাইভ-জি পরিষেবা আরো বেশি জায়গায় ছড়াতে চলেছি এবং ভারতের গ্রাহকদের সস্তায় ফাইভ জি ইন্টারনেটের সুবিধা দিতে চলেছি। এই নতুন স্মার্টফোনের মাধ্যমে আপনারা কম খরচে ভালো নেটওয়ার্কের সুবিধা গ্রহণ করতে পারবেন।’